শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কারাগারের মেঝেতে অসুস্থ মান্না

নিজস্ব প্রতিবেদক

কারাগারের মেঝেতে অসুস্থ মান্না

রোগে-শোকে ভালো নেই কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। হাঁটু ও মেরুদণ্ডের ব্যথা, হার্টের ব্লক, ডায়াবেটিসসহ নানা রোগে জর্জরিত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাতরাচ্ছেন তিনি। ডিভিশন দেওয়া হয়নি ডাকসু ও চাকুসর সাবেক এই ভিপিকে। কারাগারে তার জায়গা হয়েছে মেঝেতে। দীর্ঘ ৯ মাস ধরে কারাগারে রয়েছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি গ্রেফতারের পর প্রথম দফায় মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর তাকে আবারও দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রিমান্ডে নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মান্না। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় চোখে স্পি­ন্টার লাগায় তাকে ল্যান্স ব্যবহার করতে হয়। হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় তার থেরাপি দেওয়া উচিত।  মান্নার স্ত্রী মেহের নিগার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘মান্নার হাঁটুর ব্যথা বেড়েছে। ওষুধ খাচ্ছেন, কিন্তু কমছে না। সুস্থতার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন। তার রিমান্ড শেষ হয়েছে কি না তাও আমাদের কাছে স্পষ্ট নয়। এ কারণে আমরা জামিন আবেদনও করতে পারছি না। তার রিমান্ড কেন বাতিল হবে না- তা জানতে চেয়ে হাইকোর্ট চার সপ্তাহের রুলও জারি করেন। সেই মেয়াদও শেষ হয়ে গেছে। কিন্তু সরকার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আমাদের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, ‘আমরা মান্নার শারীরিক অবনতিতে উদ্বিগ্ন। তার মুক্তির জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। অবিলম্বে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

সর্বশেষ খবর