শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ক্রিকেটের তিন মোড়লের সমালোচনা

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের তিন মোড়লের সমালোচনা

আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর ক্রিকেটে তিন মোড়লের আধিপত্য চান না বলে জানিয়েছেন। গত বছর সাংবিধানিক পরিবর্তনের ফলে আইসিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আসন মজবুত হয়েছে। মনোহর ক্রিকেটে ‘পাওয়ার অব ব্যালেন্স’ প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘একই সঙ্গে বিসিসিআই ও আইসিসির সভাপতি থাকায় আমি কখনোই আইসিসির দায়িত্ব পালন করতে পারব না। কারণ, যেখানে বিসিসিআইয়ের স্বার্থ আছে সেখানে আমাকে তাই প্রাধান্য দিতে হবে। সেক্ষেত্রে আইসিসির স্বার্থ নষ্ট হতে পারে।’ এরই মধ্যে মনোহর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের জাইলস ক্লার্কের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছেন। ক্লার্ক নাকি মনোহরের সঙ্গে একমতও হয়েছেন। ক্রিকেটে কি তবে তিন মোড়লের আধিপত্য শেষ হচ্ছে! নতুন সাংবিধানিক পরিবর্তন কী ক্রিকেটে ‘পাওয়ার অব ব্যালেন্স’ প্রতিষ্ঠা করতে পারবে!

সর্বশেষ খবর