শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউ পার্লামেন্টের

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউ পার্লামেন্টের

বাংলাদেশে লেখক, প্রকাশক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশিদের ওপর ইসলামী মৌলবাদীদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। গতকাল একটি রেজুলেশন গ্রহণ করে ইউরোপীয় পার্লামেন্ট থেকে এ নিন্দা জানানো হয়। এতে বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্রমেই বাকস্বাধীনতার ওপর বাধা সৃষ্টি করায় ইউরোপীয় পার্লামেন্ট উদ্বিগ্ন। এতে ধর্মীয় মৌলবাদ, অহিষ্ণুতা ও সহিংসতা বাড়ছে। এ কারণে ইউরোপিয়ান পার্লামেন্ট বাংলাদেশের সরকারের প্রতি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। সরকারের সমালোচনা করে লেখা সাংবাদিক ও প্রকাশকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার ও বন্ধ মিডিয়া খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য ২০১৩ সালে নেওয়া জাতিসংঘে প্ল্যান অব অ্যাকশন ও সরকারের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানানো হয়েছে। জানা যায়, গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস ইন দ্য ইউরোপিয়ান পার্লামেন্ট উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ৫৮৬টি ভোট পড়ে। বিপরীতে পড়ে ৩১টি। ২৫ জন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। তবে এ প্রস্তাব গ্রহণে পার্লামেন্ট পুরোপুরি বাধ্য নয় বলে একে নন-বাইন্ডিং হিসেবে চিহ্নিত করা হয়েছে। পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের কাছে দেওয়া প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণে মানবাধিকার গোষ্ঠীগুলোকে কাজ করার সুযোগ, গণমাধ্যমবিষয়ক নতুন নীতিমালা প্রত্যাহার এবং মত ও বাক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছিল।

সর্বশেষ খবর