শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
তাজিয়া প্রস্তুতিতে হামলা

সুইসাইড স্কোয়াড ধরতে অভিযান

নিজস্ব প্রতিবেদক

সুইসাইড স্কোয়াড ধরতে অভিযান

পুরান ঢাকার হোসনি দালান থেকে বের করা তাজিয়া মিছিলে গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার পাঁচ জঙ্গিকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় যুক্ত সুইসাইড স্কোয়াড সদস্যদের পাকড়াওয়ে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, তাজিয়া মিছিলে জেএমবির সুইসাইড স্কোয়াড জড়িত। গত বুধবার দিবাগত রাত থেকে গত বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে দারুস সালাম এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জেএমবির সামরিক শাখার প্রধান আলবানি, ওরফে হোজ্জা ভাই, ওরফে মেম্বার ভাই, ওরফে শাহাদত, ওরফে মাহফুজ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, একটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত আলবানি জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন। তার নেতৃত্বেই এ হামলা হয়। আলবানিসহ গ্রেফতার হওয়া চান মিয়া, ওমর ফারুক ওরফে মানিক, শাহজালাল, হাফেজ আহসানুল্লাহ মাহমুদ ও কবির হোসেন রাশেদ ওরফে আশিক আলোচিত তাজিয়া মিছিলের হামলায় অংশ নেয়। মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত ২৩ অক্টোবর পুরান ঢাকার হোসনি দালানের গ্রেনেড হামলায় জড়িত পাঁচজন। বোমা বিস্ফোরণের ঘটনায় আরও তিনজনের নাম-পরিচয় জানা গেলেও আলবানির মৃত্যুতে আমাদের অভিযানটি ব্যর্থ হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি বলেন, তাদের উদ্দেশ্য ছিল মোহাম্মদপুর এলাকায় শিয়া সম্প্রদায়ের মসজিদে হামলা করা। এ জন্য তারা মোহাম্মদপুরে ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক দুটি বাসা ভাড়া নেয়।

সর্বশেষ খবর