শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মসজিদে হত্যাযজ্ঞ ধর্মীয় সম্প্রীতির ওপর কুঠারাঘাত

শফিকুল ইসলাম সোহাগ

মসজিদে হত্যাযজ্ঞ ধর্মীয় সম্প্রীতির ওপর কুঠারাঘাত

খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, বগুড়ায় মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে মুয়াজ্জিনকে হত্যা ও ইমামসহ তিন মুসল্লি গুলিবিদ্ধের ঘটনা খুবই দুঃখজনক, কলঙ্কজনক এবং ন্যক্কারজনক। এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা কারও নেই। এটা মুসলমানদের চারশ বছরের সাম্প্রদায়িক ঐতিহ্যের ওপর কুঠারাঘাত। এ ঘটনা দেশের জন্য কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করল। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বায়তুল মোকাররম খতিব বলেন, দেশে সুন্নি, শিয়া, আহলে হাদিস, কাদিয়ানি বিভিন্ন মতাদর্শের মানুষ সুখে-শান্তিতে বাস করছেন। নির্বিঘ্নে যার যার মত ও ধর্ম পালন, অনুসরণ, অনুকরণ করে চলেছেন। এ জন্য বিশ্বজুড়ে বাংলাদেশ একটি অনুকরণীয় দৃষ্টান্ত। চারশ বছরের ইতিহাসে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। জাতি এ ধরনের ঘটনা প্রত্যাশাও করে না। এ ঘটনা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে কলঙ্কিত করবে। মুসলমান হিসেবে এ জাতীয় সুযোগ কাউকে দেওয়া যায় না। সারা বিশ্বে বিভিন্ন ঘটনা প্রবাহে মুসলমানরা কিছুটা ইমেজ সংকটে পড়েছে। এ জাতীয় ঘটনা এ সংকটকে আরও ত্বরান্বিত করবে। যা কারও জন্য কাম্য নয়। কারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে জানতে চাইলে দেশের ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক এই প্রফেসর বলেন, যারাই এ কলঙ্কের অধ্যায় রচনা করুক না কেন, তারা দেশের শত্রু। জাতির শত্রু। ইসলামের শত্রু। এক কথায় কোনো মুসলমান এ ন্যক্কারজনক কাজ করতে পারে না। প্রফেসর মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, পুলিশ প্রশাসন সব সময়ই সতর্ক থাকে। এরপরও এ ধরনের ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় এনে তাদের মুখোশ উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তিনি প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় আলেম সমাজের জন্য আপনার কী আহ্বান থাকবে জানতে চাইলে প্রফেসর মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, ইসলাম অর্থ শান্তি। ইসলাম এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কখনোই সমর্থন করে না। আলেম সমাজসহ সব ধর্মপ্রাণ মুসলমানের দায়িত্ব হবে এ জাতীয় ঘটনা প্রতিহত করা। যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে সামাজিকভাবে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর