শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন সুমন

কলকাতা প্রতিনিধি

অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন সুমন

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে এবার মুখ খুললেন সাবেক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য, সংগীতশিল্পী, সুরকার কবীর সুমন। তিনি বললেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় আমির খানকে যেভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে- এটাই ভারতের অসহিষ্ণুতা প্রমাণ করে। ২৬/১১ মুম্বাই হামলায় নিহত ‘শহীদ হেমন্ত কারকারে দিবস’ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের ফাঁকে কবীর সুমন বলেন, ‘আমির কিংবা তার স্ত্রী কিরণ রাও কখনই ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলেননি। কিন্তু এ ঘটনার পর যে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এ উদ্বেগের পেছনে যথেষ্ট কারণ আছে।’ প্রসংগত, গত সোমবারই দিল্লিতে এক অনুষ্ঠানে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। নিজের আশঙ্কার কথা জানিয়ে আমির বলেন, ‘পরিবেশ এখন এমন হয়ে উঠছে যে আমার স্ত্রী কিরণ এমনকি দেশ ছাড়ার কথাও বলছেন। আমি যখন আমার বাসায় কিরণের সঙ্গে কথা বলি তখন ও বলে তাহলে কি আমাদের এ দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত? ছেলের ভবিষ্যতের কথা ভেবে ও খুব ভয় পায়...।’ সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে বিজেপির অবস্থান নিয়েও সরব হয়েছেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী কবীর সুমন; যদিও শুধু বিজেপিকে এ ব্যাপারে দায়ী করতে তিনি রাজি নন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক বিদ্বেষ কিংবা সন্দেহ করা নিয়ে বিজেপি সরকারের একটা প্রবণতা আছে ঠিকই, কিন্তু এ অসহিষ্ণুতা নিয়ে কেবল বিজেপি সরকারকে একা দায়ী করে কোনো লাভ আছে কি? আমাদের মানসিকতা, আমাদের বিবেকই হলো কাউকে দোষারোপ করা। আমরা যদি বিপথে যাওয়ার চেষ্টা করি তবে আমরা আমাদের পথ হারাব। আমাদের বিবেকটা কোথায় চলে গেছে।’

সংখ্যালঘুদের ওপর শোষণনীতি নিয়ে নিজের দল তৃণমূল কিংবা অন্য রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) থেকেও এই ধর্মনিরপেক্ষ দলগুলো ভয়ঙ্কর। আরএসএস মুখে যা বলে, সেটাই করে। কিন্তু তৃণমূল কংগ্রেস, সিপিআইএমের মতো রাজনৈতিক দলগুলো ভয়ঙ্করভাবে আপনাকে শোষণ করবে।’

সর্বশেষ খবর