শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গণতন্ত্রহীনতার কারণেই জঙ্গি উত্থান

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রহীনতার কারণেই জঙ্গি উত্থান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.) বলেছেন, গণতন্ত্রের অভাবেই দেশে জঙ্গিবাদের উৎপত্তি হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে ’৭১-এর মতো জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘চ্যালেঞ্জেস অব এক্সট্রিমিজম ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অল কমিউনিটি ফোরাম আয়োজিত এ গোলটেবিলে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক এমপি আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মাহবুবুর রহমান আরও বলেন, বিশ্বসন্ত্রাসের ভয়াবহতার ঢেউ বাংলাদেশে এসে লাগছে। বিশ্বে জঙ্গিবাদকে ইসলামী জঙ্গিবাদ বলা হচ্ছে। ইসলাম কখনো জঙ্গিদের আশ্রয় হতে পারে না। ক্রমেই জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে এ দেশ। সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় আইএস বলছে তারা ঘটাচ্ছে। কিন্তু সরকার বলছে দেশে কোনো আইএস নেই। তিনি বলেন, উটপাখির মতো বালির নিচে মাথা ঢুকিয়ে লাভ নেই। সমস্যা খুঁজে জাতির নিরাপত্তা দিতে হবে সরকারকে। কোনো ব্লেম গেমের জায়গা নেই এখানে। দেশপ্রেম আর গণতন্ত্রের অভাবেই দেশ আজ এ অবস্থানে এসেছে।

সর্বশেষ খবর