শিরোনাম
রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতা পুলিশের অভিযান

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে নিহত জাপানি নাগরিক হোশি কোনিওর খুনিদের ধরতে ভারতের কলকাতায় পুলিশ অভিযান শুরু করেছে। বাংলাদেশ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশ দুটি স্থানে অভিযান চালায় বলে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন। খবর বিডিনিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাংলাদেশের সংস্থাগুলো থেকে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য আসে। এক ব্যক্তির বর্ণনা আসে। তারা (বাংলাদেশের গোয়েন্দারা) মনে করছেন হোশি কোনিও হত্যাকাণ্ডে এ ব্যক্তির হাত রয়েছে।’ এদিকে কলকাতা বন্দরসংলগ্ন এলাকায় চালানো ওই অভিযানের বিষয়ে জানতে চাইলে কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এখনই কিছু বলতে রাজি হননি। গতকাল তিনি বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছে, এটি এখনো শেষ হয়নি। ফলে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, ঢাকায় ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় খুন করা হয় জাপানি নাগরিক হোশি কোনিওকে। দুটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে খুনি ছিল তিনজন। তারা মোটরসাইকেলে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

সর্বশেষ খবর