রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেই পচা গম কোথায়

নিজস্ব প্রতিবেদক

সেই পচা গম কোথায়

জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নে অচলাবস্থা তুলে ধরতে ‘পচা গমের’ উদাহরণ টানলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সুপ্রিমকোর্টে অনেক রায় হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। বিশেষ করে জনস্বার্থ-সংশ্লিষ্ট মামলার রায়গুলো। সম্প্রতি আমি একটা মামলা করেছি  জনস্বার্থ-সংশ্লিষ্ট পচা গমের মামলা। হাইকোর্ট রায় দিয়েছেন যে এই পচা, পোকাযুক্ত গম জোর করে কাউকে খাওয়ানো যাবে না এবং যারা এগুলো বিতরণ করছে তারা ফেরত নিতে বাধ্য থাকবে। আপিল বিভাগেও এই রায় বহাল রাখা হয়েছে। কিন্তু পচা গমগুলো কোথায় গেছে, আজ পর্যন্ত কেউ জানে না। সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলরকে পুরস্কার ও সম্মাননা প্রদানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর