সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঋণ খেলাপিদের তথ্য চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক

ঋণ খেলাপিদের তথ্য চাইল ইসি

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের মনোনয়ন দাখিলের আগেই দেশের সব ঋণ খেলাপির তথ্য দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে গতকাল ইসি সচিব সিরাজুল ইসলাম এক চিঠিতে ঋণ খেলাপিদের তথ্য দিতে বলেছেন। এতে বলা হয়- ইতিপূর্বে অনুষ্ঠিত পৌরসভা, সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের তথ্য সংরক্ষণ ও সরবরাহের বিষয়ে অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে ঋণ খেলাপি-সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছিল। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকেও তথ্য সরবরাহ করা হয়েছিল। আসন্ন পৌরসভা নির্বাচনের আগে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে উল্লিখিত সর্বশেষ ঋণ খেলাপি-সংক্রান্ত বিধানের প্রতিফলন প্রয়োজন। চিঠিতে ঋণ খেলাপি-সংক্রান্ত তথ্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন বা তার আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর