সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচন কেমন হবে আল্লাহই জানেন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কেমন হবে আল্লাহই জানেন

আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না তা আল্লাহই জানেন। তবে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে মানুষ আওয়ামী লীগের অতীত সব অপকর্ম ভুলে যাবে। গতকাল জাতীয় পার্টির রাজধানীর বনানীর কার্যালয়ে দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার ও মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আবদুুস সবুর আসুদ। গতকাল সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়। জমা নেওয়া শুরু হয় বেলা ২টার পর থেকে। মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয়। এরশাদ বলেন, স্বাধীনতার পর প্রথম দলীয় প্রতীকে পৌরসভার নির্বাচন হচ্ছে। মানুষ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে অন্য সব প্রতীক বাদ দিয়ে উন্নয়ন ও সুশাসনের প্রতীক লাঙ্গল মার্কাতেই ভোট দেবে। তিনি বলেন, ‘জোটগতভাবে নির্বাচন করে সুফল পাইনি। এ জন্য একক নির্বাচন করব। এখন থেকে জাতীয় পার্টি সব নির্বাচনই এককভাবে করবে।’ এরশাদ বলেন, প্রার্থিতা যাচাই-বাছাই এবং মনোনয়নের জন্য নির্বাচন কমিশনের ১০ দিন সময় চাওয়া হয়েছে।

‘নির্বাচন সুষ্ঠু হবে’ : একই অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলের নেতা ও হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ। তিনি বলেন, ‘আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডকেও বিবেচনায় নিচ্ছি।’

সর্বশেষ খবর