সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি  ও উন্নতি কামনা এবং বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ও দেশবাসীর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বরিশালের চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। গতকাল সকাল ৮টায় শুরু হওয়া প্রায় আধা ঘণ্টা স্থায়ী মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।  লাখো মুসল্লির ক্রন্দনরোল আর আমিন আমিন ধ্বনিতে মাহফিল এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাই পীর বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চরমোনাইপন্থিরা মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রতীক হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি মুরিদদের উদ্দেশে বলেন, হিংসা, অহংকার, গীবত, মিথ্যা, সুদ, ঘুষসহ সব গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। হারাম মালের দ্বারা শরীরে যে রক্ত ও মাংস তৈরি হবে তার স্থান হবে জাহান্নামে। কবরের আজাব ও জাহান্নাম থেকে রক্ষা পেতে নিয়মিত নামাজ আদায় করা এবং সকাল-সন্ধ্যা জিকির, সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির, মাসিক ইজতেমা ও তালিমে উপস্থিত হওয়া, আউলিয়াদের কিতাব পাঠ করা ও চরমোনাইর বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়াসহ শরিয়তের যাবতীয় হুকুম মেনে চলতে হবে।

সর্বশেষ খবর