শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনী বাজেট শত কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী বাজেট শত কোটি টাকা

দেশের ২৩৫টি পৌরসভায় ভোট আয়োজনে ১০০ কোটি টাকা ব্যয়ের হিসাব ঠিক করেছে নির্বাচন কমিশন, যা পাঁচ বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের চেয়ে প্রায় ৩৫ কোটি বেশি। কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-১) মো. সাজাহান জানান, এ খরচের মধ্যে নির্বাচন পরিচালনায় যাবে প্রায় ৪৫ কোটি আর আইনশৃঙ্খলা রক্ষায় খরচ ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। তিনি বলেন, ১০০ কোটি টাকা ব্যয় নির্বাহের বিষয়টি ইসির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

শিগগিরই তাতে সম্মতি আসবে। আগামী সপ্তাহে অর্থ ছাড় করে সংশ্লিষ্টদের কাছে পর‌্যায়ক্রমে পাঠানো হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনায় প্রায় ৬৪ খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাহী-বিচারিক হাকিমের বরাদ্দ, ভোট কেন্দ্র-কক্ষ স্থাপন, ভোট গ্রহণ কর্মকর্তাদের ভাতা, নির্বাচনী সামগ্রী কেনা-পরিবহন, ব্যালট পেপার মুদ্রণসহ নানা খাত রয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্বাচন পরিচালনায় খাতভিত্তিক ব্যয়ে মোট ৪৪ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা প্রয়োজন হতে পারে। আর বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ৫৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা প্রয়োজন হবে। চলতি অর্থবছরে কমিশনের হাতে থাকা ৩১৬ কোটি টাকা থেকে ব্যয় হবে এ অর্থ। আইনশৃঙ্খলা খাতে পৌরসভাপ্রতি ২০ লাখ টাকার বেশি ব্যয় হতে পারে। নির্বাচন কমিশনের একজন উপসচিব জানান, ১৯ ডিসেম্বর কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ ব্যক্তি, রিটার্নিং কর্মকর্তাদের বৈঠকের পরিকল্পনা রয়েছে। ওই বৈঠকের পর কেন্দ্রভিত্তিক কতজন নিরাপত্তা সদস্য থাকবেন, তারা মাঠে কতদিন থাকবেন এবং কী পরিমাণ সদস্য নিয়োজিত করা হবে- এসব বিষয় চূড়ান্ত করা হবে। অতীতের মতো এবারও পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, এপিবিএন, কোস্টগার্ড এ নির্বাচনে দায়িত্ব পালন করবে। সে হিসেবেই ব্যয়ের হিসাব ধরা হয়েছে। তবে উপকূলীয় এলাকার কোনো পৌরসভায় সীমিত আকারে নৌবাহিনীর সদস্য নিয়োজিত রাখার সিদ্ধান্ত হলে ব্যয় বাড়তে পারে।

সর্বশেষ খবর