শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

উচ্চ আদালতের বিচার বাংলায় হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচার বাংলায় হওয়া উচিত

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চ আদালতে বাংলায় বিচার কার্যক্রম চালু হওয়া উচিত। আমাদের কিছু বিচারক বাংলা ভাষায় রায় লেখেন। আমিও দু-একটি রায় বাংলায় লেখার চিন্তা করছি। ‘মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল এর আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ। অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র করের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, শ ম রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। প্রধান বিচারপতি বলেন, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমরা আমাদের ঐতিহ্য এবং আবহমানকাল ধরে লালিত দেশীয় সংস্কৃতি ভুলতে বসেছি। আমরা দেশজ রীতিনীতি ও মূল্যবোধকে বিসর্জন দিতে শুরু করেছি। আমাদের তরুণসমাজ দেশীয় আবহাওয়ায় বিদেশি জীবনবোধকে গ্রহণ করে আÍতৃপ্তি পাচ্ছে। মনে রাখতে হবে, মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতির পারস্পরিক সম্পৃক্তি আমাদের জাতি গঠনে ও অতীত সংগ্রামে পাথেয় হয়েছে। আর সে কারণেই আমাদের মাতৃভাষাকে এবং দেশীয় সংস্কৃতিকে আমাদের ধারণ ও লালন করতে হবে। করতে হবে এর সৃজনশীল ও কার্যকর রূপান্তর। আবদুল বাসেত মজুমদার বলেন, আমাদের এ দেশ কত সমৃদ্ধিশালী দেশ। বিভিন্ন সময় বিদেশিরা এ দেশ শাসন করার চেষ্টা করেছে। সবাই একটা সময় পরাজিত হয়েছে। বাঙালি জাতি যোদ্ধা জাতি। বাংলার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। জীবন দিয়েছি। আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার কারও নেই।

সর্বশেষ খবর