শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিদ্রোহীদের তালিকা হাতে

মাঠে দলের একক প্রার্থী চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে দলের একক প্রার্থী দেখতে চান। বিদ্রোহী প্রার্থীদের বুঝিয়ে দল মনোনীত একক প্রার্থীর পক্ষে কাজ করানোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর আজ থেকে কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন তৃণমূলে। ১৩ ডিসেম্বর পর্যন্ত তারা তৃণমূলে থাকবেন।  গত রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে শতাধিক বিদ্রোহী প্রার্থীর তালিকা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠেয় দলীয় প্রতীকে পৌর নির্বাচনে বিজয়ী হতে মাঠে আওয়ামী লীগের একক প্রার্থী রাখতে হবে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা পাওয়ার পর কীভাবে বিদ্রোহী প্রার্থী সরানো যায় সে ব্যাপারে করণীয় ঠিক করতে আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। একই সঙ্গে মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের বিষয়টির সুষ্ঠু সুরাহা করার জন্য দলীয় সভানেত্রীর নির্দেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল সেখানে সরেজমিন যাবেন।

জানা গেছে, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল প্রমুখ। এ সময় ওবায়দুল কাদের বিদ্রোহী প্রার্থীর তালিকা শেখ হাসিনার হাতে তুলে দেন।

সর্বশেষ খবর