শিরোনাম
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
নারায়ণগঞ্জে সাত খুন

অধিকতর তদন্তের আবেদনে আদেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত  চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা আবেদনের বিষয়ে আগামী সোমবার আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল এই আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দিয়ে পুলিশের  দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নিহতের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা নারাজি আবেদন নিম্ন আদালতে খারিজ হওয়ার পর ২৩ নভেম্বর তিনি হাইকোর্টে এই আবেদন করেন। ২৯ নভেম্বর এই আবেদনের ওপরে শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মন্টু  ঘোষ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত বছরের ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর