সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতে সুখে অসুখে ফেসবুকে সালাহউদ্দিন

শাহ্ দিদার আলম নবেল ও নাজমুল কবীর পাভেল, সিলেট

ভারতে সুখে অসুখে ফেসবুকে সালাহউদ্দিন

কিডনি, হার্ট ও চর্মের পুরনো অসুখ আবারও বেড়েছে শিলংয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব  সালাহউদ্দিন আহমদের। নিয়মিত চিকিত্সা নিতে হচ্ছে সেখানকার হাসপাতালে। আদালতের অনুমতি না থাকায় উন্নত চিকিত্সার জন্য তিনি শিলংয়ের বাইরে যেতে পারছেন না। অসুস্থ অবস্থায় শিলংয়ের ভাড়া বাসায় দেশ থেকে যাওয়া দলের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং তাদের রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করছেন তিনি। রাজনীতিতে সরাসরি যুক্ত থাকতে না পারলেও অনলাইনে ঠিকই সরব রয়েছেন। বিভিন্ন নিউজপোর্টাল ও টিভি চ্যানেলের রাজনৈতিক সংবাদগুলো তিনি মনোযোগসহকারে পড়ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করছেন। অনুপ্রবেশের দায়ে ভারতের শিলংয়ে গ্রেফতার হওয়া সালাহউদ্দিন আহমদের এভাবেই সময় কাটছে বলে জানিয়েছেন সিলেট থেকে তাকে দেখতে যাওয়া বিএনপির একাধিক নেতা। সম্প্রতি শিলং ঘুরে আসা সিলেট বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, সালাহউদ্দিন আহমদের অসুস্থতা বেড়েছে। কিডনি, হূদরোগ ও চর্মরোগে ভুগছেন তিনি। নিয়মিত তাকে চিকিত্সকের শরণাপন্ন হতে হচ্ছে। খুব একটা প্রয়োজন ছাড়া তিনি শিলংয়ের বাসা থেকে বাইরে ঘুরতে বের হন না। কোথাও বেড়াতে গেলে সেখানে অবস্থানরত তার ভাতিজা ছফওয়ানুল করিমকে সঙ্গে নিয়ে বের হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা আরও জানান, প্রায় প্রতিদিনই সালাহউদ্দিনের নির্বাচনী এলাকা কক্সবাজারের নেতা-কর্মীরা শিলং যাচ্ছেন। কেউ যাচ্ছেন তার শারীরিক অবস্থার খোঁজ নিতে, আবার কেউ যাচ্ছেন রাজনৈতিক দিকনির্দেশনা পেতে। কক্সবাজার ছাড়াও সিলেটসহ দেশের অন্যান্য স্থানের নেতা-কর্মীরাও নিয়মিত যাওয়া-আসা করছেন শিলংয়ে। শারীরিক অবস্থা খুব একটা ভালো না হলেও সালাহউদ্দিন কোনো নেতা-কর্মীকে ফিরিয়ে দিচ্ছেন না। সবাইকে সময় দিচ্ছেন, খালেদা জিয়ার প্রতি অনুগত থেকে ধৈর্যসহকারে রাজনীতিতে সক্রিয় থাকার পরামর্শ দিচ্ছেন। সালাহউদ্দিনের সঙ্গে দেখা করে আসা সিলেট বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা জানান, সময় পেলেই সালাহউদ্দিন দেশের রাজনৈতিক অবস্থার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। দেশে তার আস্থাভাজন দলীয় নেতা-কর্মীদের ফোন করে রাজনীতির খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া অনলাইনে বিভিন্ন নিউজপোর্টাল, পত্রিকা ও টেলিভিশনের খবর পড়ছেন। মাঝেমধ্যে দেশের রাজনীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন। দেশে অবস্থানকালীন সভা-সমাবেশে তার বক্তৃতার স্থির ও ভিডিও চিত্রও শেয়ার করছেন। শিলংয়ে সালাহউদ্দিন আহমদ ভালো নেই দাবি করে তার স্ত্রী হাসিনা আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সালাহউদ্দিনের পুরনো রোগগুলো আবারও বেড়ে গেছে। শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে ডা. ভাস্করসহ কয়েকজন চিকিত্সক তার কিডনি, হূদরোগ ও চর্মরোগের চিকিত্সা করছেন। তার পা ফুলে গেছে। তাকে সেখানে দেখাশোনার দায়িত্বে রয়েছেন তার ভাতিজা ছফওয়ানুল করিম ও তারেক আহমদ। হাসিনা আহমদ আরও জানান, ৬ নভেম্বর তিনি সালাহউদ্দিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এক সপ্তাহ সেখানে কাটিয়ে এসেছেন। চলতি মাসের শেষ সপ্তাহে তিনি আবারও শিলং যাবেন। হাসিনা জানান, আদালতের নির্দেশে সালাহউদ্দিন সপ্তাহে এক দিন শিলং পুলিশ সুপার কার্যালয়ে এবং ধার্য তারিখে অনুপ্রবেশের মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। প্রসঙ্গত, ১১ মে ভারতের শিলংয়ের গলফলিংক এলাকা থেকে সেখানকার পুলিশ সালাহউদ্দিনকে আটক করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হয়। বর্তমানে তিনি শর্তসাপেক্ষে শিলংয়ে জামিনে মুক্ত রয়েছেন।

সর্বশেষ খবর