মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

একাত্তরের ঘাতকরাই ব্লগারদের খুনি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের ঘাতকরাই ব্লগারদের খুনি

একাত্তরে যেসব ঘাতক দালাল পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল তারাই ব্লগারদের খুন করছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল। গতকাল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত পতাকা মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সুলতানা কামাল বলেন, যেসব ঘাতক দালাল পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এ দেশের শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তারাই এখন মুক্তচিন্তার মানুষদের হত্যা করছে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতি কখনোই ১৪ ডিসেম্বর হারিয়ে যাওয়া শহীদদের ভুলতে পারে না। দীর্ঘদিন পর হলেও বুদ্ধিজীবী হত্যার বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। পতাকা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়ে  সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনীতে গিয়ে শেষ হয়। মিছিলে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন শিল্পীরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ খবর