শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ট্রাম্পের নিন্দায় মালালা

ট্রাম্পের নিন্দায় মালালা

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, ট্রাম্পের এ বক্তব্য ‘তীব্র ঘৃণায় ভরা’। সন্ত্রাসবাদের জন্য মুসলিমদের দায়ী করাটা ‘আরও বেশি সন্ত্রাসীদের উগ্রপন্থার দিকে নিয়ে যাওয়া।’ মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে এক অনুষ্ঠানে মালালা ট্রাম্পের প্রতি এই নিন্দা করেন। পাকিস্তানের পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৪ সালের এই দিনে ওই স্কুলে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। তারা শিশুসহ দেড় শতাধিক মানুষকে হত্যা করে। হতাহতের অধিকাংশই ছিল শিক্ষার্থী। ট্রাম্পের মন্তব্য নিয়ে মালালা বলেন, এ ধরনের ঘৃণাপূর্ণ ও অন্যের প্রতি পক্ষপাতমূলক বক্তব্য শোনা সত্যিই কষ্টের। তিনি বলেন, ‘আপনার লক্ষ্য যদি সন্ত্রাসবাদ নির্মূল করা হয়, তাহলে গোটা মুসলিম সম্প্রদায়কে এর জন্য দায়ী করার চেষ্টা করবেন না। কেননা, এটি সন্ত্রাসবাদ নির্মূল করতে পারবে না।’ গতকালের অনুষ্ঠানে পেশোয়ারের ওই হামলার হাত থেকে রক্ষা পাওয়া দুই শিক্ষার্থী আহমেদ নওয়াজ ও মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিল। মালালা নিজেও ২০১২ সালে তালেবান হামলার শিকার হন। এএফপি

সর্বশেষ খবর