মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ক্ষমতাধর ব্ল্যাটার ফুটবলে নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

ক্ষমতাধর ব্ল্যাটার ফুটবলে নিষিদ্ধ

ব্ল্যাটার ও প্লাতিনি নিষিদ্ধ হচ্ছেন এ ব্যাপারে অনেকেই নিশ্চিত ছিলেন। কেননা ফিফার কেলেঙ্কারির প্রমাণ মিললে কেউ রেহাই পাবেন না। শাস্তি তাকে পেতেই হবে। সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির শাস্তিটা কি ধরনের হবে সেটা জানারই অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তারও অবসান ঘটল। দুর্নীতি ও অনিয়মের কারণে বিশ্বের দুই আলোচিত সংগঠক ব্ল্যাটার ও প্লাতিনি ফুটবলের সব কর্মকাণ্ড থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। অর্থাৎ সামনে ফিফার নির্বাচনে দুজনই প্রার্থী হতে পারবেন না। উয়েফা সভাপতির পদও হারাতে হচ্ছে ৬০ বছর বয়সী প্লাতিনিকে। অন্যদিকে ৭৯ বছর বয়সী ব্লাটারের সম্ভবত ফুটবল অধ্যায় শেষ হয়ে গেল। ২০০১ সালে একটা আর্থিক লেনদেন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এনেছিল ব্ল্যাটার-প্লাতিনির বিরুদ্ধে। ফিফার একটা প্রকল্পের জন্য পরামর্শক হিসেবে ২০ লাখ ডলার নিয়েছিলেন প্লাতিনি। সেটা আবার হয়েছিল ব্ল্যাটারের মধ্যস্থতায়। অভিযোগ আসে, সেই লেনদেনে ফিফার স্বার্থ রক্ষিত হয়নি। শুধু আট বছর নিষেধাজ্ঞা নয়। ব্ল্যাটার ও প্লাতিনিকে জরিমানাও গুণতে হবে। ব্ল্যাটার ৪০ আর প্লাতিনিকে দিতে হবে ৮০ হাজার ডলার। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে মামলা করার কথা জানিয়েছেন দুজন। তারা বলেছেন, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর