সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

লাগাতার কর্মবিরতিতে শিক্ষকরা

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে ‘অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ এবং অন্যান্য অসঙ্গতি নিরসনে কোনো পদক্ষেপ না নেওয়ায়’ পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি শুরু করবেন। গতকাল শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনার সাড়া পাইনি। সে কারণেই দাবি না মানা পর্যন্ত আমাদের এ কর্মবিরতি অব্যাহত থাকবে।’ এদিকে ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাগাতার কর্মবিরতিতে সান্ধ্যকালীন কোর্সও বন্ধ থাকবে। পরীক্ষা হবে কিনা সে বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি চলার সময় শুধু সেমিস্টার বা কোর্স ফাইনাল পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তবে মিডটার্মসহ অন্যান্য সব পরীক্ষা ওই সময় স্থগিত রাখা হবে।

সর্বশেষ খবর