শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কওমি মাদ্রাসা নিয়ে অপপ্রচার চলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কওমি মাদ্রাসা নিয়ে অপপ্রচার চলছে

কওমি মাদ্রাসা নিয়ে অপপ্রচার চলছে দাবি করে এ জন্য ‘ইহুদি-খ্রিস্টান গোষ্ঠী ও আধিপত্যবাদী শক্তির এ-দেশীয় এজেন্টদের’ দায়ী করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। গতকাল তিনি চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে হেফাজতে ইসলামের দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন, ‘ইহুদি-খ্রিস্টান সাম্রাজ্যবাদী গোষ্ঠী ও আধিপত্যবাদী শক্তিগুলোর এ-দেশীয় এজেন্টরা শান্তিপ্রিয় আলেমসমাজ, ধর্মপ্রাণ মানুষ এবং কোরআন-হাদিসের বিশুদ্ধ জ্ঞানচর্চা কেন্দ্র কওমি মাদ্রাসাগুলো সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।’ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে কওমি মাদ্রাসাগুলোকে দায়ী করার প্রেক্ষাপটে হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ আহমদ শফীর এ বক্তব্য এলো। তিনি বলেন, ‘জঙ্গি তত্পরতার বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণ এবং ঔপনিবেশিক শক্তির আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করতে অব্যাহতভাবে কাজ করছে।’ আহমদ শফী বলেন, ‘ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। কওমি মাদ্রাসায় কোনো সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড হয় না। এখানে আল্লাহওয়ালা, বুজুর্গ ও কোরআন-হাদিসের পণ্ডিত তৈরি হয়।  ’

সর্বশেষ খবর