শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আইন পরিপন্থী কাজ করতে দেব না

মৌলভীবাজার প্রতিনিধি

আইন পরিপন্থী কাজ করতে দেব না

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আইনজীবীদের অস্বীকার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা দেশে আইন ও শাসন পরিপন্থী কাজ করতে দেব না।’ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা সমাজের বিবেকবান মানুষ। আইন পেশাকে রাজনীতিতে ব্যবহার করবেন না। বর্তমানে আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই, বারের নির্বাচনে কে সভাপতি, কে সেক্রেটারি হবেন— এটি নির্ধারণ করে দেন রাজনীতিবিদরা। বিষয়টি আমাকে খুব বেশি পীড়া দেয়। অর্থনীতি, রাজনীতি, সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে আমাদের দেশ আগের চেয়ে অনেক অগ্রসর হচ্ছে। বিচারকদের সঙ্গে আপনাদের মনোমালিন্য হলে আদালত বয়কট করবেন না। প্রয়োজনে বিষয়টি প্রধান বিচারপতি হিসেবে আমাকে জানাবেন। আমি সমাধান করতে ব্যর্থ হলে আপনারা আদালত বয়কট করবেন।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোছাব্বিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোতাহের আলী, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মো. আবু তাহের প্রমুখ। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আজব দেশে বাস করি। বিশ্বের অন্যান্য দেশে বিচারকরা অবসরে যাওয়ার পর আর কোনো মামলার রায় লিখতে পারেন না। আমাদের দেশে অতীতে এ রকম রায় দিলেও এখন থেকে আর এ সুযোগ দেওয়া যাবে না। অতীতে যারা এ রকম সুযোগ দিয়েছেন, তাদের মধ্য থেকে কেউ কেউ বুঝে, আবার না বুঝেও সুযোগ দিয়েছেন। আমি মৌলভীবাজারের আনইজীবীদের সঙ্গে বসলে মনে হয় আমার নিজের বাড়িতে বসেছি।’

সর্বশেষ খবর