রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কাঁদলেন নায়করাজ

সাংস্কৃতিক প্রতিবেদক

কাঁদলেন নায়করাজ

জন্মদিনে আবেগের জোয়ারে নিজেই কাঁদলেন নায়করাজ রাজ্জাক। তবে এ কান্না বিষাদের নয়, আনন্দের। পঁচাত্তরতম জন্মদিনে সুহূদ, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের বিনম্র শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসায় আবেগের সাগরে ভেসে ভেসে চোখের জলে নিজের অনভূতির বহিঃপ্রকাশ ঘটান দেশের কিংবদন্তি নায়ক রাজ। ভালোবাসা আর শ্রদ্ধার ঋণে তিনি নিজে কাঁদেন, আর আবেগের বাতাসকে ভারি করে কাঁদান বাকি সবাইকে। পরিচালক সমিতির আয়োজনে গতকাল বিকালে এমন দৃশ্যের অবতারণা হয় বিএফডিসিতে। চলচ্চিত্র জীবনের স্মৃতিকথা বলতে গিয়ে আবেগকে সংবরণ করতে না পেরে নায়ক রাজ রাজ্জাক কেঁদে ফেলেন। এ আয়োজনে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, অভিনেতা হাসান ইমাম, চিত্রগ্রাহক আফজাল এইচ খানসহ তার অনেক সুহূদ অশ্রুসিক্ত হয়ে পড়েন। রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ, সম্রাটসহ এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জন্মদিনের অনুভূতি প্রকাশ করে নায়ক রাজ বলেন, সারাটা জীবন আমি চলচ্চিত্র নিয়ে থেকেছি। এই পেশাকে ভালোবেসে আমার দুই ছেলেকেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত করেছি। আর এই চলচ্চিত্রই আমাকে ‘রাজ্জাক’ বানিয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসেন, তা চলচ্চিত্রের কারণে। আজ বহুদিন পর আমি এফডিসিতে এলাম। এখন এফডিসিতে এলে খুব কান্না পায়।’ তিনি বলেন, ‘যে এফডিসি একসময় খুব সরগরম ছিল, সেই এফডিসি কিনা এখন অনেকটাই নিষ্প্রাণ। আমি সবার কাছে অনুরোধ করছি, আসুন আবার আমরা এফডিসিকে চাঙা করে তুলি। ফ্লোরগুলো সিনেমার শুটিং দিয়ে জমজমাট করে রাখি। আসুন সবাই এক হয়ে কাজ করি।’ বাংলাদেশ প্রতিদিন পরিবারও দেশের এই কিংবদন্তি নায়কের প্রতি শুভেচ্ছা জানিয়েছে। প্রসঙ্গত, গতকাল ২৩ জানুয়ারি ৭৫ বছরে পদার্পণ করেন দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা রাজ্জাক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর