শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দুদককে নখদন্তহীন করলে চলবে না

দুদককে নখদন্তহীন করলে চলবে না

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দুদককে নখদন্তহীন করে রাখলে চলবে না। একে আরও শক্তিশালী করতে হবে। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ স্মরণ সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশ সব দিক দিয়ে এগিয়ে যাবে, আর দুর্নীতিতে পিছিয়ে পড়বে— এটা হয় না। তাই এমন আইন করতে হবে যাতে দুদক স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। এর জনবল আরও বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে দুদক কারও বিরুদ্ধে কিছু বললে বলা হয়, একে ধরতে হলে তার অনুমতি নিতে হবে, তাকে ধরতে হলে ওর অনুমতি নিতে হবে। এমন হলে চলতে পারে না। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত উল্লেখ করেন, উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। নেত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আর বলছেন সততাই আমার শক্তি, সততাই আমার সাহস। তিনি সততা করে যাবেন— আর আমরা দুর্নীতি করে দেশকে এক নম্বরে নিয়ে আসব, এটা চলতে পারে না। বিএনপি সংবিধানের বিধান বাদ দিয়ে ‘সং’ নিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নেতাদের মুখে সংবিধান নিয়ে কোনো মন্তব্য মানায় না। কারণ সংবিধান ধ্বংস করে বিএনপি ক্ষমতায় এসেছিল। তবে মার্শাল ’ল নিয়ে তারা কোনো অভিমত দিলে সেটা ঠিক আছে। তাদের কাছ থেকে সংবিধান নিয়ে পরামর্শ নেওয়া বা কথা শোনা বাচলতা বাচক। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রয়াত এম এ আজিজের পুত্র ও ওয়ার্ড কমিশনার ওমর বিন আবদুল আজিজ, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন রুহুল, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, হুমায়ুন কবির মিজি প্রমুখ।

সর্বশেষ খবর