শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ আমার প্রিয় দেশ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ আমার প্রিয় দেশ

হিলারি ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ‘বাংলাদেশ আমার প্রিয় দেশগুলোর একটি। সেখানে অবশ্যই যাব। বাংলাদেশি আমেরিকানরা আমার নির্বাচনী প্রচারণায় কাজ করছেন, এটি আমার জন্য বড় ধরনের সুসংবাদ। আমি বাংলাদেশিদের মঙ্গল কামনা করছি।’ বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সাবেক এই ফার্স্ট লেডি প্রেসিডেন্ট হতে পারলে বাংলাদেশ সফর করার আশা প্রকাশ করেন। খবর এনআরবি নিউজ। হিলারি ক্লিনটন দিনরাত ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার পক্ষে রয়েছেন ক্যান্সাস অঙ্গরাজ্য ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ার এবং ক্যান্সাস এশিয়ান আমেরিকান ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান রেহান রেজা। আইওয়া অঙ্গরাজ্যে ডেশমইনে তিনি হিলারির সঙ্গে একত্রে কাজের সময় বাংলাদেশ নিয়েও কথা বলেন। তখন হিলারি বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। এদিকে হিলারির নির্বাচনী তহবিল গঠনের জন্য আগামী মার্চে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক। বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক অবশ্য এখনো তারিখ স্থির করেননি। তবে হিলারির তহবিলে চাঁদা প্রদানের সুবিধার্থে একটি লিঙ্ক দিয়েছেন  (https://www.hillaryclinton.com/finance/?raiser=70595)। বিল ক্লিনটন আমলে ফিজিসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী ওসমান সিদ্দিক জানিয়েছেন, অন লাইনে যারা হিলারিকে চাঁদা দিচ্ছেন তারা যেন আমাকে তা অবহিত করেন। কারণ, মার্চে যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সেখানে বেশি অর্থ প্রদানকারীদের সঙ্গে হিলারির ফটোসেশন থাকবে। এ অনুষ্ঠান হবে ওয়াশিংটন ডিসিতে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা মার্কিন নাগরিত্ব গ্রহণ করেছেন তার ৯০ ভাগই ডেমোক্র্যাট। অর্থাত্ সমগ্র কমিউনিটিই এখন পর্যন্ত হিলারি ক্লিনটনের পক্ষে মাঠে রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর