শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা কনভেনশনে হচ্ছে না বিএনপির কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আগামী কাউন্সিল বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে— বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদে বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) কর্তৃপক্ষ। এ বিষয়ে ন্যূনতম কোনো সম্ভাবনা নেই— উল্লেখ করে তারা জানিয়েছেন, আইসিসিবি কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বরাদ্দ বা ভাড়া দেওয়া হয় না। বসুন্ধরা কর্তৃপক্ষ জানায়, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আইসিসিবি ভাড়া কিংবা বরাদ্দ চেয়ে কোনো আবেদন বা প্রস্তাবও করা হয়নি। এমনকি বিএনপির কোনো নেতা মৌখিকভাবে কনভেনশন সিটি কর্তৃপক্ষের সঙ্গে এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনাও করেননি। এ অবস্থায় বিএনপির সম্মেলন ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারে’ হবে উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা কর্তৃপক্ষকে বিস্মিত করেছে। প্রসঙ্গত, গত বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠক নিয়ে কোনো কোনো পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিল হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে তিনটি স্থান চেয়ে আবেদন করেছিল বিএনপি। সময় ঘনিয়ে এলেও এখনো স্থান বরাদ্দ পায়নি তারা। এ জন্য বিকল্প হিসেবে স্থান পত্রিকাগুলো বসুন্ধরা কনভেনশন সেন্টারের নাম উল্লেখ করেছে, যার কোনো ভিত্তি নেই।

সর্বশেষ খবর