শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

৮ টাকার শিম ৩০ টাকা হয় যেভাবে

কুমিল্লায় প্রচুর সবজি উৎপাদন হলেও বাজারে এর দাম আকাশছোঁয়া। পাইকারি বাজার থেকে ক্রয় করা সবজি ১০ কিলোমিটার দূরত্বের বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এলাকায় সবজি উৎপাদন হলেও বৈরী আবহাওয়ার অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে বাজারে শীতকালীন প্রচুর সবজি এলেও দাম অনেক চড়া। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার কুমিল্লার সবজির বড় পাইকারি বাজার। সরেজমিন গতকাল নিমসার বাজারে গিয়ে জানা যায়, আলু পাইকারি কেজি ৮-৯টাকা, টমেটো ৮-১০টাকা, সিম ১২-১৫ টাকা। নিমসার বাজার থেকে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের দূরত্ব ১০ কিলোমিটার। রাজগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, নিমসার বাজার থেকে ক্রয় করা আলু এখানে কেজি ১৫-২০ টাকা, টমেটো ২০ টাকা ও শিম ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে কুমিল্লা নগরীর রানীর বাজার, রাজগঞ্জ, নিউ মার্কেট, বাদশা মিয়ার বাজার থেকে তথ্য নিয়ে জানা যায়, ফুলকপি বড় সাইজ ২০-২৫ টাকা, বাঁধাকপি ১৫-২০, করলা ৮০, বরবটি ৮০, কাঁচা মরিচ ৪০, বেগুন ৩০, গাজর ২০, শসা ৪০, পেঁপে ২০, লাউ বড় ৪০-৫০, মুলা ২০, শিম বীচি ৭০-৮০ টাকা। পিয়াজ ২৫, রসুন ১২০-১৮০, আদা ৬০, সয়াবিন তেল লিটার ৮২-৮৫ টাকা। মুশুরির ডাল ১২০, ফার্মের মুরগি (সাদা) ১৩০, পাকিস্তানি ২৩০, দেশি ৩৫০ টাকা। গরু ৪০০ ও খাসি ৬০০ টাকা দামে বিক্রি হচ্ছে। রুই, কাতলা, সিলভার কাপ এক কেজি ওজনের দাম ২৬০ থেকে ৩০০ টাকা। ছোট সাইজের দাম ১৫০ থেকে ২০০ টাকা। ইলিশ ৬০০-১০০০ টাকা। নিমসার এলাকার সবজি চাষি কামাল হোসেন জানান, খুচরা বাজারে যে শিম ৩০ টাকা দরে বিক্রি হয়, সেই শিম আমরা পাইকারি বাজারে বিক্রি করি ৮-১০ টাকায়। এতে আমাদের চাষের খরচও উঠছে না। মহানগরীর কাপ্তানবাজার এলাকার মুদি ব্যবসায়ী মাঈনুদ্দিন জানান পিয়াজ ও সয়াবিন তেলের দাম কমেছে, রসুন ও আদার দাম বেড়েছে। নিমসার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, বাজারের ইজারাদাররা অতিরিক্ত খাজনা আদায় করছেন, বাধ্য হয়ে আমাদের খুচরা বাজারে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যম হয়ে সবজি আমাদের হাতে আসে। লাভ ‘মাধ্যম’গুলোর পকেটে চলে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর