শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

১২ কিলোমিটারের মধ্যে দাম তিনগুণ

সবজি চাষের জন্য খ্যাত রাজধানীর পাশের জেলা নরসিংদী। এ জেলার উৎপাদিত সবজি ঢাকাসহ আশপাশের জেলার ৪০ শতাংশ মানুষের চাহিদা মিটিয়ে থাকে। কিন্তু মাত্র ১২ থেকে ২০ কিলোমিটারের ব্যবধানে সবজি জেলার মানুষদের এসব সবজি দুই থেকে তিনগুণ দামে কিনতে হয়। নরসিংদীর পাইকারি সবজি বাজারগুলোর মধ্যে জঙ্গি শিবপুর সবজি বাজার, মরজাল সবজি বাজার, বারৈচা সবজি বাজার, নারায়ণপুর সবজি বাজার, শিবপুর কলেজ গেট বাজার উল্লেখযোগ্য।

সরেজমিন গতকাল শিবপুর কলেজ গেট পাইকারি সবজি বাজার ঘুরে দেখা যায়, শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮ টাকা দরে। সেই শিম নরসিংদী বড়বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। পাইকারি বাজারে প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়। প্রায় একই অবস্থা সব সবজির ক্ষেত্রে। পাইকারি বাজারে দেশি শিম প্রতি কেজি ৮, আলু ১২, টমেটো ১০, মরিচ ২২, বেগুন ২৫, ফুলকপি ১০, বাঁধাকপি ৬, পালং শাক ১২, গোল বেগুন ১০, শসা ৩৫, ঢেঁড়স ৫০, পিয়াজের কলি ১৫, গাজর ১৪, লতি ৩৫, মটরশুঁটি ৪০, উস্তা ২৮, নলডোগা শিম ৭, লাউ আকার ভেদে ১০ থেকে ২৫, কুমড়া আকার ভেদে ২০ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। নরসিংদী খুচরা বাজারে প্রতি কেজি নলডোগা শিম ২০, দেশি শিম ২৫, পালংশাক ২০, আলু ১৫, টমেটো ২০, মরিচ ৪০, দেশি বেগুন ২০, গোল বেগুন ২৫, শসা ৫০, পিয়াজের কলি ২০, ঢেঁড়স ৬০, গাজর ২০, লতি ৪৫, মটরশুঁটি ৫০, লাল শাক ২০, উস্তা ৪০, করলা ৫০, বাঁধাকপি ১৫, ফুলকপি ২০, লাউ আকার ভেদে ২০ থেকে ২৫, কুমড়া আকার ভেদে ৪৫ থেকে ১০০, লেবু হালি ৬০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৩৮০ ও খাসির মাংস ৬০০, ব্রয়লার মুরগি ১২০, সোনালি পৌনে দুই কেজি জোড়া ৩৬০, দেশি মোরগ পৌনে দুই কেজি জোড়া ৬৫০, ইলিশ ৫০০ গ্রাম ৫৫০ টাকা, টেংরা ৩০০, কৈ দেশি ৫৫০, রুই বার্মা ২৩০, রুই পুকুর ৩০০, কাতল ২৮০, তেলাপিয়া ১৫০, গলদা চিংড়ি ৫৫০, রসুন ১০০, পিয়াজ দেশি ২৮, মসুর ডাল দেশি ১২৮ নেপালি মুসুর ডাল ৯২ টাকা বিক্রি হতে দেখা যায়। পাইকারি সবজি বিক্রেতা সালাম মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিবপুরে উৎপাদিত সবজি ঢাকার শ্যামবাজার, কাওরান বাজার, নারায়ণগঞ্জ, বি-বাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা এসে এখান থেকে নিয়ে যায়। সবজির খুচরা বিক্রেতা আবদুস সালাম বলেন, পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের তুলনা করলে চলবে না। সবজি আনতে পরিবহন থেকে শুরু করে বিভিন্ন খরচ হয়। তারপর আমাদের লাভ। সেই হিসেবে খুচরা বাজারে সবজির দাম বেশি নয়।

সর্বশেষ খবর