বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী

—সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক

সম্পাদক পরিষদ ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬৬টি মামলা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

পরিষদের সভাপতি ‘সমকাল’ সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে গতকাল ঢাকা ক্লাবে পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সম্পাদক পরিষদের সভা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ডেইলি  স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনামের  বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬৬টি মামলায় ৮২ হাজার ৬৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

সভা মনে করে, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা আশা করি, মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং এ ব্যাপারে সব মহলের শুভবুদ্ধির উদয় হবে। সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইনডিপেনডেন্ট  সম্পাদক এম শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউএজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও  ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

মাহফুজ আনামকে হয়রানি করায় বিশিষ্টজনদের উদ্বেগ : ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে মানহানির মামলায় জড়িয়ে হয়রানি করায় গভীর উদ্বেগ জানিয়েছেন দেশের নয়জন বিশিষ্ট নাগরিক। গতকাল গণমাধ্যমে  দেওয়া এক বিজ্ঞপ্তিতে তারা এই উদ্বেগের কথা জানান। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাহফুজ আনামের বিরুদ্ধে হয়রানিমূলক পরিস্থিতি আর যেন অগ্রসর না হয় সে জন্য ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, ডা. সারওয়ার আলী, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জামিলুর রেজা  চৌধুরী, আয়েশা খানম, জিয়া উদ্দিন তারেক আলী ও আবুল হাসনাত। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা ও সমন জারি হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে বিশেষ পরিস্থিতিতে প্রকাশিত সংবাদ বিষয়ে ভুল স্বীকার করার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলে বাকস্বাধীনতার জগতে এক উন্নত সংস্কৃতির নজির হতে পারত। তারা সরকার, গণমাধ্যম ও নাগরিকের স্ব স্ব  ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল হয়ে এ ধরনের অবস্থার  মোকাবিলার আহ্বান জানান।

আরও ১০ মানহানির মামলা : এদিকে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে আরও ১০টি  মানহানির মামলা হয়েছে। গাজীপুর :  ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। গতকাল গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এ মামলা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান। আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

চাঁদপুর : মাহফুজ আনামের বিরুদ্ধে চাঁদপুরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। গতকাল  দুপুরে চাঁদপুরের হাইমচর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা হাবীব শেখ। রাজবাড়ী : মাহফুজ আনামের বিরুদ্ধে গতকাল রাজবাড়ীর ১নং আমলি আদালতে মানহানি মামলা হয়েছে। রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা বাদী হয়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মামলাটি করেন। মানিকগঞ্জ : মাহফুজ আনামের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ  গতকালও একটি মামলা হয়েছে।  মামলাটি করেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন শীল। ময়মনসিংহ : মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুটি মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়,  জেলা জজকোর্টে জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ ৪নং আমলি আদালতে অপরাধমূলক ষড়যন্ত্র ও মানহানির অভিযোগে একটি মামলা করেন। পরে জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও  জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের আবেদন করেন। চট্টগ্রাম : মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে চট্টগ্রামে পৃথক দুই আদালতে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মানহানি মামলায় আদালতে হাজিরের জন্য সমন জারি ও রাষ্ট্রদ্রোহের অপর মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন আদালত। গতকাল দুপুরে মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন। একই আদালতে বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি প্রবীর পাল বাদী হয়ে মানহানির অভিযোগে আরেকটি মামলা করেন। চট্টগ্রামের বিচারিক হাকিম ঝলক রায়ের আদালতে মানহানির অভিযোগে আরেকটি মামলা করেন উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন। গাইবান্ধা : মাহফুজ আনামের বিরুদ্ধে গতকাল গাইবান্ধায় মানহানির মামলায় সমন জারি করেছেন আদালত। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন গাইবান্ধা জেলা যুবলীগের সদস্য রোহিত হাসান রিন্টু। কুমিল্লা : কুমিল্লার আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালতে মানহানির মামলা করেন মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন।

সর্বশেষ খবর