মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মাহমুদুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা এক মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ হেফাজতে না নিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মাহমুদুরের রিমান্ড ও জামিন চেয়ে করা আবেদন নাকচ করে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন। ২০১৩ সালে জানুয়ারিতে বিস্ফোরক দ্রব্য আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেনের দায়ের করা এ মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে ১৫ ফেব্রুয়ারি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। মাহমুদুর রহমান ছাড়াও এ মামলায় ছাত্রদলের তৎকালীন সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনকে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকার উল্টোদিকের রাস্তায় আসামিরা হাতবোমা ছুড়লে বাদীসহ কয়েকজন আহত হন। মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ এপ্রিল থেকে কারাগারে।

সর্বশেষ খবর