শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জয়ের জন্য মরিয়া বাংলাদেশ

মেজবাহ্-উল-হক

এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের কত স্বপ্ন! কত পরীক্ষা-নিরীক্ষা! ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনের সঙ্গে মানিয়ে নিতে অনেক দিন আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন মাশরাফিরা।

কিন্তু লাভ কি হলো? প্রথম ম্যাচেই তো হেরে গেল টাইগাররা। এমনকি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে ভারতের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচ থেকেও ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন মাশরাফি। আর এই ইতিবাচক ধারণাগুলো নাকি আজকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে! আমিরাতকে আজ যে কোনো মূল্যে হারাতে চায় বাংলাদেশ। এই ম্যাচে জিততে না পারলে ফাইনালের স্বপ্ন তো আর বাস্তবের দেখা পাবে না! তাছাড়া টাইগারদের জন্য আজকের ম্যাচটি তুলনামূলক সহজ। কেননা পরের দুই ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তান। সে কারণেই এ ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক। মাশরাফি বলেন, ‘আমাদের কাছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা আমিরাত আলাদা কিছু নয়। প্রথম ম্যাচে আমাদের ফোকাসটা যেমন ছিল এ ম্যাচেও একই রকম থাকবে। আমাদের ক্রিকেটারদের উচিত পেশাদারিত্ব দেখিয়েই পারফর্ম করা এবং জয় তুলে নেওয়া।’আগের ম্যাচে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং— কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। একমাত্র সাব্বির রহমান ছাড়া বাকিরা সবাই যেন ব্যাটিংয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। ফিল্ডিংয়ে সাকিবের এক ক্যাচ মিসে তো ম্যাচটাই হাতছাড়া হয়ে যায়। আর বোলিংয়ে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ছিল যাচ্ছেতাই। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমিরাতের বিরুদ্ধে আজকের ম্যাচে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাশরাফি, ‘আমাদের কাছে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি আশা করছি ঘুরে দাঁড়াতে পারব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর