শিরোনাম
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাজনীতিতে বিচার বিভাগকে টেনে আনবেন না

প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের ব্যাখ্যায় সন্তুষ্ট নন আপিল বিভাগ। তাকে আবার নতুন করে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ফখরুলের বক্তব্যের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। শুনানিতে বিএনপি মহাসচিবের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন আদালতে হলফনামা দাখিল করেন। আদালতে প্রধান বিচারপতি বলেন, আপনারা রাজনীতিবিদ। বিচার বিভাগ নিয়ে মন্তব্য না করাই ভালো। আপনারা রাজনীতি করেন, আপত্তি নেই। রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না। বিচার বিভাগ নিয়ে আপনাদের মন্তব্যে আমরা শকড (মর্মাহত) হই। এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনি যদি মনে করেন, বিচার বিভাগ নিয়ে কথা বলে পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। আইনজীবী জয়নুল আবেদীন বলেন, একটি গোলটেবিল বৈঠকে সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্যের সূত্র ধরে মির্জা ফখরুল ওই কথা বলেছিলেন। বিচার বিভাগকে হেয় করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি এখনো বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। প্রধান বিচারপতি বলেন, আপনাদের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে, এ ব্যাপারে আপনারা তো কোনো সংশোধনী দেননি। আমরা যেসব রায় দিই, তা যে শতভাগ নির্ভুল হয়, তা বলব না। হিউম্যান বিয়িং হিসেবে আমাদেরও ভুল হতে পারে। গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন যে, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে আদালত এ বিষয়ে মির্জা ফখরুলের কাছে ব্যাখ্যা চান।

সর্বশেষ খবর