সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

১২০৯ স্কুলকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

১২০৯ স্কুলকে শোকজ

এসএসসির ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা ১ হাজার ২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে সরকার। কেন তাদের ম্যানেজিং কমিটি বাতিল করা হবে না তা জানতে চেয়ে ৩০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। ২৫ মার্চ এ সময় শেষ হবে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৩ হাজার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ নেয় বলে অভিযোগ পাওয়া যায়। এদের মধ্যে ৮৩০টি প্রতিষ্ঠান গৃহীত অর্থ ফেরত দিয়েছে বলে জানিয়েছে। ৯৯৯টি স্কুল জানিয়েছে তারা অতিরিক্ত ফি আদায় করেনি। তবে শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানের বক্তব্য যাচাই-বাছাই করে দেখছে। ১ হাজার ২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে মন্ত্রণালয়কে কোনো বক্তব্য জানায়নি। এগুলোকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ নিচ্ছে গত ১ ডিসেম্বর এক আদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর ২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও ফি হিসেবে এবং এসএসসির ফরম পূরণের সময় আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে সাত দিন সময় বেঁধে দেন। ১৪ ফেব্রুয়ারি ওই সময় শেষ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর