শিরোনাম
সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ঝড়ে দুজনের মৃত্যু ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

ঝড়ে রাজধানীর রামপুরায় এক শিশু ও ধামরাইয়ে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। রাজধানীর রামপুরায় নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে রেলিংসহ ভিমের কিছু অংশ ভেঙে পড়ে কারিশমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ের সময় রামপুরা টিভি সেন্টার রোডে ইসলাম সাহেবের টিনশেড বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। কারিশমার বাবার নাম শামীম হাওলাদার। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগরে। দুই ভাই-বোনের মধ্যে কারিশমা ছোট। নিহতের দাদা মিজানুর রহমান বলেন, তাদের বাসার পাশে ইসলাম টাওয়ার নামে ১৬ তলা ভবনের কাজ চলছিল। সন্ধ্যায় ঝড়ের সময় ওই ভবনের ওপর থেকে রেলিংসহ ভিমের কিছু অংশ ভেঙে টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভিতরে থাকা কারিশমা গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানার এসআই মনিরুজ্জামান বলেন, নির্মাণাধীন ইসলাম টাওয়ারের মালিক লন্ডনে থাকেন। ঘটনার পর থেকে ভবনের ম্যানেজার মামুন পলাতক রয়েছেন। এ ছাড়া রাজধানীতে ঝড়ের সময় পৃথক স্থানে পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন— মুগদার মানিকনগরে হাসান, বংশালের মালিটোলায় শুভ, ঢামেক হাসপাতালের সামনের রাস্তায় ফেরদৌসি বেগম, লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডে জুয়েল এবং বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সালাউদ্দিন। আহতরা সবাই ঢামেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

ধামরাই প্রতিনিধি জানান, গতকাল ঘূর্ণিঝড়ে গাছের ডাল পড়ে আহম্মদ আলী (৫০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরই মঙ্গলবাড়ী বাসস্ট্যান্ডের চায়ের দোকানের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই চা বিক্রেতা আহম্মদ আলীর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এ সময় আলামিনসহ বিভিন্ন গ্রামে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় আলামিনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ধামরাইয়ের সুতিপাড়া, সানোড়া, কুশুরা, বালিয়া, চৌহাট, বাইশাকান্দা, আমতা, নান্নার, গাংগুটিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া খবর পাওয়া গেছে। ধামরাই-কালামপুর-সাটুরিয়া-বালিয়া সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পুরো উপজেলায় সন্ধ্যা থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম চা বিক্রেতা আহম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর