সোমবার, ৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ইস্কাটনে জোড়া খুন

এমপিপুত্র রনির বিচার শুরু

আদালত প্রতিবেদক

এমপিপুত্র রনির বিচার শুরু

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সামছুন নাহার এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী এস এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান,  অভিযোগ গঠনের আগে গতকাল আসামি রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রনি অসুস্থ থাকায় তাকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়। পরে রনির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। এরপরে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগটি পড়ে শোনানো হলে রনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। অ্যাড. কাজী নজীব উল্লাহ হিরু ও অ্যাড. ওমর ফারুক আদালতকে বলেন, মামলার রেকর্ডপত্রে যা এসেছে তাতে দেখা যায় মাদকাসক্ত অবস্থায় আসামি রনি গুলি ছুড়েছেন। কাউকে হত্যার উদ্দেশ্যে অথবা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাননি। তাই আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে নিউ ইস্কাটনে যানজটে পড়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। এ ঘটনায় অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সর্বশেষ খবর