রবিবার, ২০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দাওয়াত পাইনি তাই যাইনি

নিজস্ব প্রতিবেদক

দাওয়াত পাইনি তাই যাইনি

বিএনপির কাউন্সিলে দাওয়াত পাইনি বলেই যাইনি। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের না যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাওয়াত পাইনি, এখনো দাওয়াত পাইনি। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রচার-প্রকাশনা উপকমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর রশিদ। সেমিনারে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশে ধর্মের নামে যারা সাম্প্রদায়িকতা করতে চায় শুধু তারা নয়, তাদের পৃষ্ঠপোষক, সাম্প্রদায়িক গোষ্ঠী চায় বাংলাদেশের শিয়া-সুন্নি, মুসলমান-হিন্দুর মধ্যে একটা বিভাজন তৈরি হোক, সংঘাত তৈরি হোক। দেশের স্বার্থে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কাউকে ছোট করে রাজনৈতিকভাবে হেয় করে দেখা হবে, সন্ত্রাস নির্মূলের অন্তরায়। সাম্প্রদায়িক শক্তি মোকাবিলার জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অনেকেই আওয়ামী লীগকে ডিফেন্ড করা, সরকারকে ডিফেন্ড করা, মনে হয় যেন এক ঢিলে দুই শত্রু মারার চেষ্টা করেন। বর্তমান সরকার এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই সরকার ক্রমাগত সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। এইচ টি ইমাম বলেন, বিএনপিকে অতীতের ভুল রাজনীতি শুধরে আসার জন্যই সুন্দরভাবে কাউন্সিল করার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে তারা এই সুযোগের অপব্যবহার করলে কঠোর হস্তে তা দমন করা হবে। বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে রাজনীতি করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর