বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক

সংঘাত সংঘর্ষে দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়জয়কার। গতকাল সারা দেশে ৭১২টি ইউপিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও এ নির্বাচনে চেয়াররম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি, বিএনএফ, সিপিবি, তরীকত ফেডারেশন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাপ। ‘স্বতন্ত্র’ ব্যানারে অংশ নেয় জামায়াতও। প্রাপ্ত খবরে ৫১৫টি ইউপির মধ্যে বেসরকারিভাবে আ.লীগ জয় পেয়েছে ৪৬৮টিতে, বিএনপি ২৮টিতে, জাসদ পেয়েছে ৩টি এবং স্বতন্ত্র জিতেছে ১৬টিতে। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ মনোনীত প্রার্থী ৫৪ ইউপিতে বিজয়ী হয়েছেন। সবমিলিয়ে প্রাপ্ত ফলাফল হচ্ছে ৫৬৯টি। এ ছাড়া সংরক্ষিত ও সাধারণ সদস্য পদেও আ.লীগ সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া গেছে।

রংপুর বিভাগ— পঞ্চগড় :পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউপির ৪টিতে বিএনপি ও ৩টিতে আ.লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কুদরত এ খুদা মিলন, ৩নং তেঁতুলিয়া ইউপিতে কাজী আনিছুর রহমান ও ৪নং শালবাহান ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী লিটন হোসেন বিজয়ী হয়েছেন। ২ নং তিরনইহাট ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নে বিদ্রোহী তারেক হোসেন তারেক, ৬ নং ভজনপুরে মুখসেদ আলী ও ৭ নং দেবনগরে মহসীন আলী বিজয়ী হয়েছেন। দিনাজপুর : হাকিমপুর ও ঘোরাঘাট উপজেলার ৭টি ইউনিয়নে বিদ্রোহীসহ ৪টিতে আ.লীগ ও ৩টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। হাকিমপুর ও ঘোড়াঘাটে যথাক্রমে খট্টামাধবপুর ইউনিয়নে আ.লীগের মোখলেছুর রহমান, আলী হাটে গোলাম রসুল, পালসায় বিদ্রোহী কবিরুল ইসলাম প্রধান ও সিংড়ায় আবদুল মান্নান মণ্ডল বিজয়ী হয়েছেন। অন্যদিকে বোয়ালদার ইউপিতে মেফতাজুল জান্নাত, বুলাকীপুরে মাহফুজুর রহমান লাবলু ও ঘোড়াঘাটে তৌহিদুল ইসলাম তৌহিদ বিজয়ী হয়েছেন। রংপুর : পীরগাছার কল্যাণী ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. নূর আলম বিজয়ী হয়েছেন।

খুলনা বিভাগ— ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৫ ইউনিয়নের ৫টিতেই চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে সাফদারপুরে মো. নওশের আলী, দোড়ায় মো. কাবিল উদ্দিন বিশ্বাস, কুশনায় মো. আবদুল হান্নান, বলুহরে আ. মতিন, এলাংগীতে মো. মিজানুর রহমান জয়ী হন।

কুষ্টিয়া : জেলার মিরপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে  চেয়ারম্যান পদে ৭টিতে আ.লীগ, ৩টিতে জাসদ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আমবাড়িয়া ইউনিয়নে জাসদ মনোনীত প্রার্থী মশিউর রহমান মিলন, কুর্শা ইউনিয়নে জাসদ মনোনীত ওমর আলী, বারুইপাড়া ইউনিয়নে জাসদ মনোনীত সাইদুর রহমান সাইদার, বহুলবাড়িয়া ইউনিয়নে আ.লীগ মনোনীত সোহেল রানা, তালবাড়িয়ায় আ.লীগ মনোনীত আবদুল হান্নান, আমলায় আ.লীগ মনোনীত আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুরে আ.লীগ মনোনীত রবিউল হক, ছাতিয়ানে আ.লীগ মনোনীত জসিম উদ্দিন বিশ্বাস, মালিহাদে আ.লীগ মনোনীত আলমগীর হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়নে আ.লীগ মনোনীত আবদুস সালাম ও পোড়াদহে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাগেরহাট : বাগেরহাট জেলার ৭৪ ইউনিয়নের মধ্যে আগেই আ.লীগের ৩২ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বাকি ৬২টির নির্বাচনে ২টিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও ৬০টিতে আ.লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটিতে শহিদুল ইসলাম ফকির, রামচন্দ্রপুরে মিজানুর রহমান বাবুল, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান হাওলাদার, বহরবুনিয়ায় রিপন তালুকদার, জিউধরায় জাহাঙ্গীর আলম বাদশা, নিশানবাড়িয়ায় আবদুর রহিম বাচ্চু, বারইখালীতে শফিকুর রহমান লাল, পুটিখালীতে শাহ চান মিয়া শামীম, মোরেলগঞ্জ সদরে মাহমুদ আলী ও খাউলিয়া ইউপিতে মাস্টার আবুল খায়ের। এ ছাড়া হোগলাপাশা ইউপিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম নান্না, হোগলাবুনিয়ায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আকরামুজ্জামান নির্বাচিত হয়েছেন। শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন, ধানসাগরে মো. মইনুল হোসেন, খোন্তাকাটায় মো. জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দায় মো. আসাদুজ্জামান (মিলন)। রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের মো. আবদুল্লাহ ফকির, বাঁশতলীতে শেখ মোহাম্মদ আলী,  পেড়িখালীতে রফিকুল ইসলাম বাবুল, রাজনগরে সরদার আ. হান্নান, রামপাল সদরে এস এম জামিল হাসান,  ভোজপাতিয়ায় মো. নুরুল আমিন, গৌরম্ভায়  মো. গিয়াস উদ্দিন গাজী, উজলকুড়ে আওয়ামী লীগের গাজী আক্তারুজ্জামান, হুড়কায় আওয়ামী লীগের তপন কুমার গোলদার। মংলা উপজেলার মিঠাখালীতে আওয়ামী লীগের মো. ইস্রাফিল হাওলাদার, চাঁদপাইয়ে মোল্লা মো. তরিকুল ইসলাম, বুড়িরডাঙ্গায় আওয়ামী লীগের নিখিল চন্দ্র রায়, সুন্দরবনে শখ কবির উদ্দিন ও চিলায় গাজী আকবর হোসেন। কচুয়ায় উপজেলার গোপালপুরে এস এম আবুবক্কর সিদ্দিক, রাঢ়ীপাড়ায় তাছলিমা বেগম, মঘিয়ায় পংকজ কান্তি অধিকার, বাগেরহাট সদরে ষাটগম্বুজে শেখ আক্তারুজ্জামান বাচ্চু বিজয়ী হয়েছেন।

যশোর : যশোরের মনিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৬টিতে গতকাল ভোটগ্রহণ হয়। এর মধ্যে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন, বিএনপির ৩ এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুজন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে আছেন রোহিতায় আনসার আলী সরদার, ভোজগাতীতে আবদুুর রাজ্জাক, ঢাকুরিয়ায় দুর্গাপদ সিংহ, হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে, ঝাপায় শামছুল হক মন্টু, মশ্মিমনগরে আবুল হোসেন, শ্যামকুড়ে মনিরুজ্জামান মনি, খানপুরে গাজী মোহাম্মদ, দূর্বাডাঙ্গায় সরদার বাহাদুর আলী, কুলটিয়ায় শেখর চন্দ্র রায়, মনোহরপুরে মশিউর রহমান। বিএনপির জয়ী প্রার্থীরা হলেন কাশিমনগরে জিএম আহাদ আলী,  মনিরামপুরে নিস্তার ফারুক ও নেহালপুরে নাজমুস সাদাত। আ.লীগ-বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন খেদাপাড়ায় সরদার মুজিবর রহমান ও চালুয়াহাটিতে আবদুল হামিদ। খুলনা জেলা : খুলনা জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে আ.লীগ ৪৬টি, বিএনপি ৫টি, আ.লীগের বিদ্রোহী ১১টি, স্বতন্ত্র ৩ ও জামায়াতে ইসলামী ১টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নের ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। তেরখাদা উপজেলা সদরে ওয়াহিদুজ্জামান (আ.লীগ), ছাচিয়াদহে উকিল লস্কর (আ.লীগ), বারাসাতে কে এম আলমগীর (আ.লীগ), ছাকলাদহে দ্বীন ইসলাম (আ.লীগ), মধুপুরে শেখ মো. মহসিন (আ.লীগ) ও আজগড়ায় কৃষ্ণ মেনন রায় (আ.লীগ)। বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে গোলাম হাসান (স্বতন্ত্র), ভাণ্ডারকোটে ইসমাইল হোসেন বাবু (আ.লীগ-বিদ্রোহী), জলমায় আশিকুজ্জামান আশিক (বিএনপি), আমিরপুরে জিএম মিজানুর রহমান মিলন (আ.লীগ), গংগারামপুরে শেখ হাদীউজ্জামান হাদী (আ.লীগ), উপজেলা সদরে মনোরঞ্জন মণ্ডল (আ.লীগ) ও সুরখালিতে আবদুল হাদী সরদার (আ.লীগ-বিদ্রোহী)। ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে রেজোয়ান হোসেন (আ.লীগ), রঘুনাথপুর ইউনিয়নে খান শাকুর উদ্দিন (আ.লীগ), রুদাঘরায় মোস্তফা কামাল খোকন (আ.লীগ), মাগুরাঘোনায় স.ম. আবদুল কাইয়ূম খোকা (আ.লীগ), শরাপপুরে শেখ রবিউল ইসলাম (আ.লীগ-বিদ্রোহী), সাহসে জয়নাল আবেদীন (বিএনপি-বিদ্রোহী), ভাণ্ডারপাড়ায় ডা. হিমাংশু বিশ্বাস (আ.লীগ),উপজেলা সদরে গাজী হুমায়ূন কবীর বুলু (আ.লীগ), রংপুরে রামপ্রসাদ জোয়াদ্দার (আ.লীগ), গুটুদিয়ায় মোস্তফা সরোয়ার, শোভনায় সুরঞ্জিত বৈদ্য, মাগুরখালিতে বিমল কৃষ্ম সানা ও খর্ণিয়ায় শেখ দিদার হোসেন দিদার (বিএনপি) এগিয়ে আছেন। ফুলতলা উপজেলায় জামিরায়  জামায়াতের মাওলানা সাইফুল ইসলাম, সদরে বিএনপির শেখ আবুল বাশার, দামোদরে আওয়ামী লীগের শরীফ মো. ভুইয়া শিপলু, আটরা গিলাতলায় আওয়ামী লীগের  শেখ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছে। কয়রা উপজেলায় আমাদি ইউনিয়নে আওয়ামী লীগের আমির আলী গাইন, সদরে আওয়ামী লীগের বিদ্রোহী এসএম শফিকুল ইসলাম, মহারাজপুরে আওয়ামী লীগের আবদুল্লাহ আল মামুন লাভলু, বাগালিতে আওয়ামী লীগের বিদ্রোহী আ. সাত্তার, মহেশ্বরীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয় কুমার, উত্তর বেতকাশীতে আওয়ামী লীগের নুরুল ইসলাম, দক্ষিণ বেতকাশীতে আওয়ামী লীগের শামসুর রহমান নির্বাচিত হয়েছেন। দিঘলিয়া উপজেলায় নির্বাচিত সবাই আওয়ামী লীগের। এর মধ্যে আছেন সেনহাটিতে গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া সদরে ফিরোজ মোল্লা, বারাকপুরে গাজী জাকির হোসেন, গাজিরহাটে মোল্লা কামাল সিদ্দিকী, আড়ংঘাটায় জিবলু মোল্লা। যোগীপোলে আওয়ামী লীগের আনিছুর রহমান এগিয়ে আছেন। এখানে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। রূপসা উপজেলায় নির্বাচিতদের সবাই আওয়ামী লীগের। এর মধ্যে আইচগাতিতে অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলায় আলহাজ ইসহাক সরদার, নৈহাটিতে কামাল হোসেন বুলবুল ও টিএসবিতে মো, জাহাঙ্গীর শেখ নির্বাচিত হয়েছেন। পাইকগাছা উপজেলায় হরিঢালীতে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কপিলমুনিতে আ.লীগের কওসার আলী জোয়াদ্দার, লতায় আ.লীগের দিবাকর বিশ্বাস, দেলুটিতে আ.লীগের রিপন কুমার মণ্ডল, সোলাদানায় বিএনপির এস এম এনামুল হক, লস্করে আ.লীগের কে এম আরিফুজ্জামান তুহিন, গদাইপুরে স্বতন্ত্রপ্রার্থী গাজী জুনায়েদুর রহমান, রাড়ুলীতে আ.লীগের আবদুল মজিদ গোলদার, চাঁদখালীতে বিএনপির রসুল বাবু, গড়ইখালীতে আ.লীগের রুহুল আমিন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। দাকোপ উপজেলার পানখালীতে আওয়ামী লীগের শেখ আবদুল কাদের, দাকোপে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, লাউডোবে আ.লীগের সনজিৎ কুমার, কৈলাশগঞ্জে আ.লীগের মিহির কুমার মণ্ডল, সুতারখালীতে মাসুম আলী ফকির, কামারখোলায় আ.লীগের পঞ্চানন মণ্ডল, তিলডাঙ্গায় আ.লীগের রণজিৎ কুমার মণ্ডল, বাজুয়ায় আ.লীগের রঘুনাথ রায় ও বানিশান্তায় আ.লীগের সুদেব কুমার মণ্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার ৭৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪৫জন, বিএনপির ৮ জন, স্বতন্ত্র ১৮ জন ও জাতীয় পার্টির ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জেলার ১৪টি কেন্দ্র বাতিল ঘোষিত হওয়ায় ছয়টি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চারটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় পুনরায় ভোট গ্রহণের পরে এই ইউনিয়নের ফলাফল চূড়ান্ত হবে। এদের মধ্যে ধুলিহরে আ.লীগের মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় আ.লীগের আজমল উদ্দিন, ফিংড়িতে আ. লীগের শামসুর রহমান, বৈকারীতে আ.লীগের আসাদুজ্জামান অসলে, বাশদাহে আ.লীগের মোশারফ হোসেন, ঘোনায় আ.লীগের ফজলুর রহমান, বল্লীতে আ.লীগের বজলুর রহমান, কুশখালীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, আগড়দাড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী মজনুর রহমান, ভোমরায় স্বতন্ত্র প্রার্থী ইসরাইল গাজী, লাবসায় বিএনপির আবদুল আলিম, শিবপুরে বিএনপির আবদুল মজিদ, ব্রহ্মরাজপুরে বিএনপির শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তালা উপজেলার ধানদিয়ায় বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, তালা সদরে আ.লীগের জাকির হোসেন, খলিসখালীতে আ.লীগের মোজাফফর রহমান, নগরঘাটা ইউনিয়নে আ.লীগের কামরুজ্জামান লিপু, খেশরায় আ.লীগের রাজীব হোসেন রাজু, সরুলিয়ায় আ.লীগের মতিয়ার রহমান, জালালপুরে বিএনপির মফিদুল হক লিটু, ইসলামকাটি আ.লীগের সুভাষ সেন, তেঁতুলিয়ায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম, মাগুরা আওয়ামী লীগের গণেশ দেবনাথ, খলিলনগরে আওয়ামী লীগের বিদ্রোহী এস এম আজিজুর রহমান নির্বাচিত হয়েছে। শ্যামনগর উপজেলার শ্যামনগর সদরে আ.লীগের জহুরুল হায়দার, আটুলিয়ায় স্বতন্ত্র প্রার্থী আবু ছালেক, বুড়িগোয়ালিনিতে আ.লীগের ভবতোষ কুমার মণ্ডল, ঈশ্বরীপুরে আ.লীগের শোকর আলী, গাবুরায়  আ.লীগের আলী আজম টিটু, রমজাননগরে স্বতন্ত্র শেখ আল মাসুদ, নুরনগরে আ.লীগের বখতিয়ার হোসেন, ভুরুলিয়ায় আ.লীগের জাফরুল আলম, পদ্মপুকুরে আ.লীগের আতাউর রহমান, মুন্সীগঞ্জে বিএনপির কাশেম মোড়ল ও কাশিমাড়িতে স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ নির্বাচিত হয়েছেন। আশাশুনি উপজেলায় বুধহাটায় আ.লীগের আবম মোছাদ্দেক, শ্রীউলায় আ.লীগের আবু হেনা সাকিল, বড়দলে আ.লীগের আব্দুল আলীম মোল্যা, কাদাকাটিতে আ.লীগের দীপংকর কুমার সরকার, কুল্যায় আ.লীগের বিদ্রোহী দেলোয়ার হুসাইন, আনুলিয়ায় আ.লীগের আলমগীর আলম লিটন, খাজরায় আ.লীগের শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগরে আ.লীগের জাকির হোসেন, শোভনালীতে আ.লীগের ম. মোনায়েম হোসেন, দরগাহপুর আ.লীগের শেখ মিরাজ আলী, আশাশুনি সদরে আ.লীগের  বিদ্রোহী স ম সেলিম রেজা মিলন নির্বাচিত হয়েছেন। কলারোয়া উপজেলার যুগেখালীতে আ.লীগের রবিউল ইসলাম, লাঙ্গলঝাড়ায়  আ.লীগের বিদ্রোহী নুরুল ইসলাম, জয়নগরে আ.লীগের সামসুদ্দিন আল মাসুদ, কেড়াগাছিতে আ.লীগের বিদ্রোহী আফজাল হোসেন, চন্দনপুরে আ.লীগের মনিরুল ইসলাম মনি, হেলাতলায় স্বতন্ত্র প্রার্থী  মোয়াজ্জেম হোসেন, দেয়াড়ায় আ.লীগের মাহবুবুর রহমান, সোনাবাড়িয়ায় আ.লীগের মনিরুল ইসলাম, জালালাবাদে স্বতন্ত্র প্রার্থী শওকত আলী, কয়লায় আ.লীগের বিদ্রোহী শেখ ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন। কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় আ.লীগের গাজী শওকত হোসেন, চাম্পাফুলে আ.লীগের  মোজাম্মেল হক, কৃষ্ণনগরে জাতীয় পার্টির মোশারফ হোসেন, মৌতলায় আ.লীগের সাইদ মেহেদী, মথুরেশপুরে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, দক্ষিণ শ্রীপুরে  আ.লীগের প্রশান্ত কুমার, নলতায় বিএনপির প্রার্থী আজিজুর রহমান পাড়, বিষ্ণুপুর ইউনিয়নে আ.লীগের শেখ রিয়াজ উদ্দিন, কুশলিয়ায় আ.লীগের  শেখ মেহেদী হাসান, রতনপুরে আ.লীগের আশরাফুল হোসেন, ভাড়াশিমলায় বিএনপির নুর মোহাম্মদ ও তারালীতে আ.লীগের এনামুল হক নির্বাচিত হয়েছেন। দেবহাটা উপজেলার সদরে আ.লীগের বিদ্রোহী আবুবকর গাজী, কুলিয়ায় বিদ্রোহী ইমাদুল ইসলাম, নওয়াপাড়ায় আ.লীগের মুজিবর রহমান, সখিপুরে আ.লীগের শেখ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিভাগ— মাদারীপুর : জেলার শিবচর উপজেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। শিবচরে রাজন মিয়া, পাচ্চরে দেলোয়ার হাওলাদার, মাদবরেরচরে চৌধুরী সুলতান মাহমুদ, চরজানাজাতে বজলুর রহমান সরকার, কাঁঠালবাড়িতে মোহসেন উদ্দিন, দ্বিতীয়খণ্ডতে মো. মাহফুজুল করিম, কুতুবপুরে আতিকুর রহমান মাদবর, ভাণ্ডারিকান্দিতে শওকত হোসেন নান্নু, কাদিরপুরে বিএম জাহাঙ্গীর হোসেন, বাঁশকান্দিতে আবুল বাশার মিয়া, বাহেরাতলা দক্ষিণে অলিউল্লাহ, বাহেরতলা উত্তরে জাকির হোসেন হায়দার, নিখলীতে আতিকুর রহমান হাওলাদার, দত্তপাড়ায় মুরাদ মিয়া, বন্দরখোলাতে নিজাম উদ্দিন বেপারী। জামালপুরের ইসলামপুরের ইসলামপু ইউপিতে হাবিবুর রহমান চৌধুরী। মুন্সীগঞ্জ : জেলার সিরাজদিখানে ১০টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন— বাসাইল ইউনিয়নে সাইফুল ইসলাম যুবরাজ, রশুনিয়াতে ইকবাল হোসেন চোকদার, কোলায় মীর লিয়াকত আলী, জৈনসারে রফিকুল ইসলাম দুদু, মধ্যপাড়ায় হাজী করিম মিয়া, মালখানগরে সানজিদা আক্তার, লতব্দিতে এস এম সোহরাব, বালুরচরে আবু বক্কর সিদ্দিক, বয়রাগাদিতে গাজী আলাউদ্দিন ও ইছাপুরা ইউনিয়নে মতিন হাওলাদার। নেত্রকোনা : জেলার খালিয়াজুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং একটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকিগুলো আওয়ামী লীগের প্রার্থীরা হলেন মেন্দীপুরে লোকমান হেকিম, চাকুয়ায় আবুল কালাম আজাদ, কৃষ্ণপুরে নাজিম উদ্দিন সরকার, নগর ইউনিয়নে হরিধন সরকার, গাজীপুরে আতাউর রহমান। নরসিংদী : জেলার দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন গজারিয়ায় মো. বদরুজ্জামান ভুইয়া, ডাংগায় সাবের উল হাই। শেরপুর : ১২টি ইউনিয়নের মধ্যে ১১টির ফলাফল পাওয়া গেছে। তার মধ্যে নন্নীতে বিএনপির বিদ্রোহী এ কে এম মাহবুবুর রহমান রিটন, রামচন্দ্রকোড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী খোরশেদ আলম খোকা, পোড়াগাঁয়ে আওয়ামী লীগের বিদ্রোহী আজাদ মিয়া ও নয়াবিল ইউপিতে বিএনপি প্রার্থী ইউনুচ দেওয়ান নির্বাচিত হয়েছেন। বাকি ৯টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, রাজনগরে ফারুক আহাম্মেদ বকুল, কাকারকান্দিতে শহিদ উল্লাহ তালুকদার মুকুল, নালিতাবাড়ীতে আসাদুজ্জামান আসাদ, রূপনারায়ণকড়ায় মো. মিজানুর রহমানম, মরিচপুরাণে খোন্দকার শফিক আহাম্মেদ, যোগানিয়ায় হাবিবুর রহমান হবি, বাঘরেড়ে আবদুস সবুর, কলসপাড়ে আবুল কাশেম। কিশোরগঞ্জ : সদর উপজেলার ১১টি ইউপির মধ্যে ১০টিতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের ৭টি, বিএনপি ২টি এবং আওয়ামী লীগের বিদ্রোহী ১টিতে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন দানাপাটুলীতে সাখাওয়াত হোসেন দুলাল, চৌদ্দশতে এবি সিদ্দিক খোকা, বৌলাইতে আওলাদ হোসেন, মহিনন্দতে মুনসুর আলী, বিন্নাটিতে আজহারুল ইসলাম, মারিয়াতে মজিবুর রহমান, কুর্শাকাড়িয়াইলে বদর উদ্দিন। যশোদলে আওয়ামী লীগের বিদ্রোহী ইমতিয়াজ সুলতান রাজন। বিএনপির বিজয়ীরা হলেন— রশিদাবাদে ইদ্রিস মিয়া, মাইজখাপনে রোকউদ্দিন। গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়ায় ডুমুরিয়ায় আওয়ামী লীগ প্রার্থী কবির আলম তালুকদার, গোপালপুরে সুষেন সেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনটিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ : জেলার ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সিংহেশ্বর ইউপিতে একটি কেন্দ্রের ভোট  স্থগিত করা হয়েছে। ৪টিতে আওয়ামী লীগ, ৪টিতে বিএনপি, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ছনধরাতে উবায়দুল হক, ভাইটকান্দীতে আলাউদ্দিন আহমেদ, বওলাতে হারুন অর রশিদ, রহিমগঞ্জে আবু সাঈদ সরকার। ফুলপুরে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর আলম। পয়ারীতে বিএনপির মফিজুল ইসলাম, বালিয়াতে আনিসুর রহমান বেগ, রামভদ্রপুরে রোকনুজ্জামান, রূপসীতে আবুল কালাম আজাদ।

বরিশাল বিভাগ— ভোলা : আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন— ভোলা জেলার সদর উপজেলায় পশ্চিম ইলিশা ইউপিতে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন, বাপ্তা- ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, শিবপুর- জসিম উদ্দিন, ধনিয়া- এমদাদ হোসেন কবির, ভেদুরিয়া- তাজুল ইসলাম, ভেলুমিয়া- আঃ ছালাম মাল, চরসামাইয়া- মহিউদ্দিন মাতাব্বর, উত্তর দিঘলদী- লিয়াকত হোসেন মুনছুর, দক্ষিণ দিঘলদী- ইফতারুল হাসান স্বপন। বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগের বেসরকারিভাবে নির্বাচিতরা  হলেন— কুতুবা ইউনিয়ন- নাজমুল আহসান জোবায়ের, পক্ষিয়া- নাগর হাওলাদার, দেউলা- আসাদুজ্জামান বাবুল, সাচরা- মো. মহিবুল্লা, হাসান নগর- আলম চৌধুরী, কাচিয়া- আঃ রব কাজী, গঙ্গাপুর- রিয়াজ উদ্দিন, টগবী- অ্যাডভোকেট আহসান কামাল। দৌলতখান উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হচ্ছেন— মদনপুর ইউনিয়নে- এ কে এম নাছির উদ্দিন নান্নু, মেদুয়া- মঞ্জুরুল আলম, চরপাতা- মোশাররফ হোসেন, উত্তর জয়নগর- মোঃ ইয়াছিন লিটন, দক্ষিণ জয়নগর- আলমগীর হাওলাদার। চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী তারা হলেন, চর মাদ্রাজ ইউনিয়নের- মোজাম্মেল হক জমাদার, হাজারীগঞ্জ- সেলিম হাওলাদার, জাহানপুর- মোঃ ইউনুস নসু মিয়া, এওয়াজপুর- মাহাবুবুর রহমান খোকন, চর কলমী- মোঃ কাউছার মাষ্টার, নজরুল নগর- রুহুল আমিন হাওলাদার, ঢালচর- আঃ সালাম হাওলাদার। লালমোহন উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন, ধলীগৌর নগর- মোঃ হেদায়েতুল ইসলাম মিন্টু, লালমোহন ইউনিয়ন- মোঃ শাজাহান মিয়া। তজুমদ্দিন উপজেলায় ৩টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন, চাঁদপুর- মোঃ ফখরুল আলম জাহাঙ্গীর, সম্ভুপুর- ফজলুল হক দেওয়ান, চাচড়া- আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী- রিয়াদ হোসেন হান্নান। মনপুরা উপজেলায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন। হাজীরহাট ইউনিয়ন- শাহারিয়ার চৌধুরী দিপক। ঝালকাঠি : জেলার কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউপিতে আওয়ামী লীগের জাকির হোসেন, পাটিখালমাটায় শিশির দাস, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন, আমুয়ায় আমিরুল ইসলাম, কাঠালিয়ায় গোলাম কিবরিয়া সিকদার, আওড়াবুনিয়া কামরুজ্জামান লিটন (বিদ্রাহী)। রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউপিতে ছিদ্দিকুর রহমান, শুক্তাগড়ে মজিবুল হক মৃধা, রাজাপুরে আনোয়ার হোসেন মৃধা মজিবর, গালুয়ায় মজিবুল হক কামাল, মঠবাড়িতে মোস্তফা কামাল সিকদার, বড়ইয়ায় শাহ আলম মিয়া। ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর ইউপিতে গোলাম মাওলা মেরওয়ানী মাসুম, বিনয়কাঠিতে মো. সাইফুল ইসলাম খান, নবগ্রামে মজিবুল হক আকন্দ, কেওড়ায় মোয়াজেম হোসেন টিটু, কীর্ত্তিপাশায় আব্দুস শুকুর মোল্লা, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, গাবখানধানসিঁড়িতে একেএম জাকির হুসাইন, শেখেরহাটে নূরুল আমীন, নথুল্লাবাদে রেজাউল কবির। পাথরঘাটা : পাথরঘাটায় ৬টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন- কাঠালতলীয় আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম, কাকচিড়ায় আলাউদ্দিন পল্টু, পাথরঘাটা সদরে মো. আসাদুজ্জামান, চরদোয়ানিতে হাফিজ উদ্দিন আহমেদ, নাচনাপাড়ায় মো. ফরিদ মিয়া, রায়হানপুরে মিজানুর রহমান রূপক ও কালমেঘায় স্বতন্ত্র প্রার্থী আকন মোহাম্মাদ শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বামনা : বামনা উপজেলায় তিনটি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন- ১ নম্বর বুকাবুনিয়ায় স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজ, রামনায় স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল খালেক, ডৌয়াতলায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান ও বামনা সদর আওয়ামী লীগের চৌধুরি কামরুজ্জামান ছগির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেতাগী : বরগুনার বেতাগী উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ১টিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- সরিষামুড়িতে আওয়ামী লীগের ইমাম হাসান শিপন জোমাদ্দার, কাজিরাবাদে মোশারেফ হোসেন, বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব, হোসনাবাদে মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী সদর নজরুল ইসলাম ও মোকামিয়ায় বিএনপির মো. মাহবুবুল আলম সুজন মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমতলী : বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- চাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের মো. আখতারুজ্জামান খান, হলদিয়ায় মো. শহিদুল ইসলাম মৃধা, আঠারগাছিয়ায় মো. হারুন অর রশিদ, কুকুয়ায় বোরহান উদ্দিন আহমেদ, গুলিশাখালীতে মো. নুরুল ইসলাম ও আড়পাঙ্গাশিয়ায় স্বতন্ত্র একেএম নুরুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী : সদর উপজেলার মাদারবুনিয়া ইউপিতে মো. মিলন মাঝি, আউলিয়াপুরে হুমায়ুন কবির, ছোট বিঘাই আলতাফ হোসেন হাওলাদার, মরিচবুনিয়ায় মো. দেলোয়ার হোসেন মৃধা, বদরপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী লুত্ফর রহমান মানিক মিয়া। দুমকি উপজেলার পাংগাশিয়াতে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন সিকদার, আংগারিয়া ইউপিতে জাপার সুলতান আহমেদ হাওলাদার, মুরাদিয়া ইউপিতে জাপার মোহাম্মদ জাফরুল্লাহ। মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের মনিরুল ইসলাম লিটন, মাধবখালীতে মনির তালুকদার, দেউলী-সুবিদখালীতে মো. আজিজ হাওলাদার, কাকড়াবুনিয়ায় মো. জাহাঙ্গির হোসেন, মজিদবাড়িয়ায় গোলাম সরোয়ার কিসলু ও আমড়াগাছিয়ায় মো. সুলতান আহমেদ। বাউফল উপজেলার নওমালায় বিদ্রোহী মো. শাহজাদা হাওলাদার, বগা ইউপিতে আওয়ামী লীগের আবদুল মোতালেব হাওলাদার, কালাইয়া মনির হোসেন মোল্লা। কলাপাড়া উপজেলার ৩ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নীলগঞ্জে অ্যাডভোকেট ইাসির মাহামুদ, চাকামইয়াতে হুমায়ুন কবির কেরামত ও টিয়াখালী মো. মশিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বরিশাল জেলা : জেলার বানারীপাড়া উপজেলার বানারীপাড়ায় আওয়ামী লীগের আবদুল জলিল ঘরামী, সৈয়দকাঠিতে আবদুল মান্নান মৃধা, সলিয়াবাকপুরে মোহাম্মদ জিয়াউল হক, চাখারে মো: খিজির সরদার, ইলুহারে মো: শহিদুল ইসলাম, বিশারকান্দিতে সাইফুল ইসলাম, বাইশারীতে মাইনুল হাসান। উজিরপুরের জল্লা বিশ্বজিৎ হালদার, ওটারায় শাহাদাত হোসেন, শোলকে কাজী হুমাউন কবির, বরাকোটায় সহিদুল ইসলাম, বামরাইলয়ে মো: ইউসুফ হাওলাদার। গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের মো: নূর আলম সেরনিয়াবাত, বার্থীতে শাহজাহান প্যাদা, চাঁদশীতে কৃষ্ণ কান্ত দে, সরিকলে পারুক হোসেন মোল্লা, বাটাজোরে আ: রব হাওলাদার, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়ায় সৈকত গুহ। আগৈলঝড়া উপজেলার রাজিহারে ইলিয়াস তালুকদার, বাগধায় আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলায় সোহেব ইমতিয়াজ, রত্নপুরে গোলাম মোস্তফা সরদার, বাকালে বিপুল দাস। বরিশাল সদরের রায়পাশা কড়াপুরে হাবিবুর রহমান খোকন, কাশীপুরে কামাল হোসেন লিটন মোল্লা, শায়েস্তাবাদে আরিফুজ্জামান মুন্না, চরমোনাইয়ে (হাতপাখা) প্রার্থী সৈয়দ ইছহাক মোহাম্মদ আবুল খায়ের, জাগুয়ায় আওয়ামী লীগের মোস্তাক আলম চৌধুরী, চাঁদপুরে জামায়াত (স্বতন্ত্র) প্রার্থী আমান উল্লাহ আমান। বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগরে এস এম তারিকুল ইসলাম, কেদারপুরে নূরে আলম, দেহেরগতিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মশিউর রহমান, মাধবপাশায় জয়নাল আবেদীন হাওলাদার। পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে বলদিয়ায় বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া সোহাগদলে আওয়ামী লীগের আব্দুর রশিদ মিয়া, স্বরূপকাঠিতে আল আমিন, আটঘরকুড়িয়ানায় শেখরকুমার সিকদার, জলাবাড়িতে আশিসকুমার বড়াল, দৈহারীতে প্রগতি মন্ডল, গুয়ারেখায় সুব্রত কমার ঠাকুর, সমুদয়কাঠিতে মাহমুদ করিম সবুর, সুটিয়াকাঠিতে গাউস মিয়া, সারেংকাঠিতে আবু সায়েম (বিদ্রোহী)।

সিলেট বিভাগ— সিলেট জেলা : ৮টি ইউপির মধ্যে সদরের জালালাবাদ ইউপিতে আওয়ামী লীগের (বিদ্রোহী) মো. মনফর আলী, টুলটিকরের আলী হোসেন (বিদ্রোহী), খাদিমপাড়ায় আফসার আহমদ (বিদ্রোহী), মোগলগাঁওয়ে মো. হিরন মিয়া, কান্দিগাঁওয়ে মো. নিজাম উদ্দিন। টকেরবাজার ইউপিতে বিএনপির শহীদ আহমদ, হাটখোলায় আজির উদ্দিন, খাদিমনগরে দেলোয়ার হোসেন (বিদ্রোহী)

ঢাকা বিভাগ— মাদারীপুর : জেলার শিবচর উপজেলা ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। শিবচরে রাজন মিয়া, পাচ্চরে দেলোয়ার হাওলাদার, মাদবরেরচরে চৌধুরী সুলতান মাহমুদ, চরজানাজাতে বজলুর রহমান সরকার, কাঁঠালবাড়িতে মোহসেন উদ্দিন, দ্বিতীয়খণ্ডতে মো. মাহফুজুল করিম, কুতুবপুরে আতিকুর রহমান মাদবর, ভাণ্ডারিকান্দিতে শওকত হোসেন নান্নু, কাদিরপুরে বিএম জাহাঙ্গীর হোসেন, বাঁশকান্দিতে আবুল বাশার মিয়া, বাহেরাতলা দক্ষিণে অলিউল্লাহ, বাহেরতলা উত্তরে জাকির হোসেন হায়দার, নিখলীতে আতিকুর রহমান হাওলাদার, দত্তপাড়ায় মুরাদ মিয়া, বন্দরখোলাতে নিজাম উদ্দিন বেপারী।  জামালপুর : ইসলামপুরের ইসলামপু ইউপিতে হাবিবুর রহমান চৌধুরী। মুন্সীগঞ্জ : সিরাজদিখানে ১০টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচতি হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন— বাসাইল ইউনিয়নে সাইফুল ইসলাম যুবরাজ, রশুনিয়াতে ইকবাল হোসেন চোকদার, কোলায় মীর লিয়াকত আলী, জৈনসারে রফিকুল ইসলাম দুদু, মধ্যপাড়ায় হাজী করিম মিয়া, মালখানগরে সানজিদা আক্তার, লতব্দিতে এস এম সোহরাব, বালুরচরে আবু বক্কর সিদ্দিক, বয়রাগাদিতে গাজী আলাউদ্দিন ও ইছাপুরা ইউনিয়নে মতিন হাওলাদার। নেত্রকোনা : খালিয়াজুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং একটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খালিয়াজুড়ী সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সানোয়ারুজ্জামান জুসেফ। বাকিগুলো আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, মেন্দীপুরে লোকমান হেকিম, চাকুয়ায় আবুল কালাম আজাদ, কৃষ্ণপুরে নাজিম উদ্দিন সরকার, নগর ইউনিয়নে হরিধন সরকার, গাজীপুরে আতাউর রহমান। নরসিংদীর দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। তারা হলেন গজারিয়ায় মো. বদরুদজ্জামান ভুইয়া, ডাংগায় সাবের উল হাই।

শেরপুর : জেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতে ফলাফল পাওয়া গেছে। তারমধ্যে নন্নীতে বিএনপির বিদ্রোহী এ কে এম মাহবুবুর রহমান রিটন, রামচন্দ্রকোড়াতে আওয়ামী লীগের বিদ্রোহী খোরশেদ আলম খোকা ও নয়াবিল ইউপিতে বিএনপি প্রার্থী ইউনুচ দেওয়ান নির্বাচিত হয়েছেন। বাকি ৯টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, রাজনগরে ফারুক আহাম্মেদ বকুল, কাকারকান্দিতে শহিদ উল্লাহ তালুকদার মুকুল, নালিতাবাড়িতে আসাদুজ্জামান আসাদ, রূপনারায়ণকড়ায় মো. মিজানুর রহমানম, মরিচপুরানে খোন্দকার শফিক আহাম্মেদ, যোগানিয়ায় হাবিবুর রহমান হবি, বাঘরেড়ে আবদুস সবুর, কলসপাড়ে আবুল কাশেম।

চট্টগ্রাম বিভাগ— কুমিল্লা : দেবীদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ভোট সম্পন্ন হয়েছে ১২টিতে। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগের প্রার্থী, ১টিতে বিএনপি প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। আওয়ামী প্রার্থীদের মধ্যে রয়েছে বড়শালঘরের জহিরুল ইসলাম, ইউসুফপুরের মোস্তফা কামাল চৌধুরী, রসুলপুরে কামরুল ইসলাম, ফতেহাবাদে খন্দকার এম আবদুস সালাম, এলাহাবাদে সিরাজুল ইসলাম, জাফরগঞ্জে সোহরাব হোসেন, রাজামেহেরে জাহাঙ্গীর আলম, ভানিতে নুরুজ্জামান ভুইয়া মুকুল, ধামতীতে ময়নাল হোসেন, সুলতানপুরে শফিকুল ইসলাম, বরকামতায় হাজী আবদুল আবেদীন। মোহনপুরে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম, সুবিলে স্বতন্ত্রপ্রার্থী আবু তাহের সরকার বিজয়ী হয়েছেন। কক্সবাজার : বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছেন ছোট মহেশখালীতে জিহাদ বিন আলী, কুতুবজোমে মোশারফ হোসেন খোকন, হোয়ানক ইউনিয়নে মোস্তফা কামাল, ধলঘাটায় কামরুল হাসান, আলী আকবর ডেইল ইউনিয়নে নুরুচ্ছফা বিকম, বড়ঘোপ ইউনিয়নে অ্যাড. ফরিদুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নে মৌলভী আজিজ। বিজয়ী হওয়া আওয়ামী লীগের বিদ্রোহীরা হচ্ছেন মাতারবাড়ী ইউনিয়নে মাস্টার মোহাম্মদ উল্লাহ, সেন্টমার্টিনে নুর আহমদ, সাবরাংয়ে নূর হোসেন, টেকনাফ সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান মিয়া নির্বাচিত হয়েছে। বিএনপি থেকে বিজয়ীরা হচ্ছেন দক্ষিণ ধুরুং ইউনিয়নে ছৈয়দ আহমদ, লেমশীখালী ইউনিয়নে আকতার হোসাইন, কৈয়ারবিল ইউনিয়নে বিএনপির হাম জালাল। এছাড়া উত্তর ধুরং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরী নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : দুই উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে নির্বাচনে ১১টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছে। দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছে। বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হচ্ছেন বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে আব্দুল মতিন, দড়িকান্দি ইউনিয়নে শফিকুল ইসলাম, ফরদাবাদ ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ, রূপসদী ইউনিয়নে ফিরোজ মিয়া, তেজখালী ইউনিয়নে তাজুল ইসলাম, মানিকপুর ইউনিয়নের আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন। আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জিয়াউল করিম খান সাজু, তালশহরে (পশ্চিম) আবু সামা, আড়াইসিধায় সেলিম মিয়া, তারুয়ায় ইদ্রিস মিয়া, শরীফপুরে সাঈফ উদ্দিন বিজয়ী হয়েছেন। বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছে উপজেলার চরচারতলায় বিদ্রোহী জিয়াউদ্দিন, লালপুরে আবুল খায়ের।

লক্ষ্মীপুর : ৬টি ইউপির সবকটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে। বিজয়ীরা হচ্ছেন রামগতি উপজেলার চরবাদামে সাখাওয়াত হোসেন জসিম, চর পুড়াগাছায় নুরুল আমিন। কমলনগর উপজেলার চর ফলকনের হাজি হারুন অর রশীদ, হাজিরহাটে মো. নিজাম উদ্দিন, পাতারির হাটে অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, তোরাবগঞ্জে ফয়সাল আহম্মেদ রতন বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম জেলা : রাঙ্গুনিয়া উপজেলায় ১টি ইউনিয়ন চন্দ্রঘোনায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইদ্রিচ আজগর জয়ী হয়েছেন। নোয়াখালী : হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ১১, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ প্রার্থী জয়ী হয়েছে। আওয়ামী প্রার্থীদের মধ্যে রয়েছে চরকিংয়ে মহিউদ্দিন, সোনাদিয়ায় মোহাম্মদ নুরুল ইসলাম, বুড়িরচংয়ে জিয়া আলী মোবারক, নিঝুম দ্বিপে মেহরাজ উদ্দিন, চর জব্বারে তরিকুল ইসলাম, চর জুবিলীতে মোহাম্মদ হানিফ চৌধুরী, চরবাটায় মোজাম্মেল হোসেন, পূর্ব চরবাটায় আবুল বাসার মঞ্জু, মোহাম্মদপুরে এনামুল হক, চরওয়াবদায় মনির হোসেন, চরআমানুল্ল্যায় বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চরইশ্বরে আব্দুল হালিম আজাদ, তমরুদ্দিতে ফখরুল ইসলাম, জাহাজমারায় মাসুম বিল্লাহ, চারক্লার্কয়ে আবুল বাশার নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগ— বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নে মেহেরুল ইসলাম (স্বতন্ত্র), সারিয়াকান্দি উপজেলায় ভেলাবাড়ি ইউনিয়নে রুবেল উদ্দিন (আওয়ামী লীগ), ফুলবাড়ী ইউনিয়নে আনোয়ারুত তারিক মোহাম্মদ (আওয়ামী লীগ), সারিয়াকান্দি সদর ইউনিয়নে আবদুল কাফী (স্বতন্ত্র), নারচী ইউনিয়নে আলতাফ হোসেন (আওয়ামী লীগ), কর্ণিবাড়ি ইউনিয়নে আজহার আলী মণ্ডল (আওয়ামী লীগ), হাটশেরপুরে মতিয়ার রহমান (আওয়ামী লীগ), কামালপুর ইউনিয়নে হেদায়েতুল ইসলাম (আওয়ামী লীগ), বোহাইল ইউনিয়নে আবদুল মজিদ (বিএনপি), কুতুবনগর ইউনিয়নে ইমরান আলী রনি (বিএনপি), চন্দনবাইশা ইউনিয়নে দুলাল হোসেন (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছে।

সিরাজগঞ্জ : ধামাইনগর ইউনিয়নে রাইসুল হাসান (আওয়ামী লীগ), পাঙ্গাসী ইউনিয়নে আব্দুস সালাম (আওয়ামী লীগ), চান্দাইকোনা ইউনিয়নে আবদুল হান্নান খান (আওয়ামী লীগ) সোনাখাড়া ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল (আওয়ামী লীগ), ধুবিল ইউনিয়নে হাসান ইমাম তালুকদার (বিএনপি), ঘুড়কা ইউনিয়নে আবু সাঈদ ভূঁইয়া (বিএনপি), ধানগড়া ইউনিয়নে মীর ওবায়দুল মাসুম (আওয়ামী লীগ), নলকা ইউনিয়নে আবদুল জব্বার (বিএনপি বিদ্রোহী), ব্রহ্মগাছা ইউনিয়নে গোলাম সরওয়ার লিটন (আওয়ামী লীগ)।

পাবনা : ঢালারচর ইউনিয়নে কোরবান আলী সরদার, মাসুমদিয়া ইউনিয়নে মিরোজ হোসেন, রূপপুর ইউনিয়নে আবুল হাশেম উজ্জ্বল, নতুন ভারেঙ্গা ইউনিয়নে আমজাদ হোসেন, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, জাতসাখিনী ইউনিয়নে রেজাউল হক মিয়া, পুরান ভারেঙ্গা ইউনিয়নে এ এম রফিক উল্লাহ, চাকলা ইউনিয়নে ফারুক হোসেন, কৈটোলা ইউনিয়নে শওকত ওসমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর