শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬

সহিংসতা দুঃখজনক

—নির্বাচন কমিশনার জাবেদ

চাঁদপুর প্রতিনিধি

প্রথম ধাপের ইউপি নির্বাচনে যে সহিংতার ঘটনা ঘটেছে তাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। তিনি গতকাল দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। এ সভায় প্রার্থী, রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অপ্রতুলতাসহ অতি উৎসাহী কর্মীদের কারণে ভোটারদের মাঝে ভীতির কথা তুলে ধরেন। এ সময় জাবেদ আলী আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও সতর্ক থাকবেন, যাতে মঠবাড়িয়ার ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। ওই ঘটনা সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তিনি উল্লেখ করেন, যারা আচরণবিধি ভঙ্গ করবে তারা আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার ও জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর