শনিবার, ২৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জয় দিয়ে শেষ করতে চান মাশরাফিরা

মেজবাহ্-উল-হক, কলকাতা থেকে

জয় দিয়ে শেষ করতে চান মাশরাফিরা

এখনো শোকে আচ্ছন্ন ক্রিকেটাররা। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না কেউ। বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেও ক্রিকেটাররা যেন দুঃস্বপ্নের মধ্য দিয়ে সময় পার করছেন। কেউ কাউকে হারের জন্য দোষ দিচ্ছেন না। আবার মেনেও নিতে পারছেন না। দুই বলে ৩ রান দরকার, হাতে ছিল ৪ উইকেট, এমন ম্যাচও কেউ হারে? চরম মানসিক যন্ত্রণা নিয়েই আজ ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে এটাই মাশরাফিদের শেষ ম্যাচ। বাংলাদেশের আনুষ্ঠানিকতার ম্যাচ। ম্যাচের ফল দুই দলের অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। মাশরাফিরা যেখানে এখনো পর্যন্ত সুপার টেনের কোনো জয়ই পায়নি সেখানে কিউইরা কোনো ম্যাচেই হারেনি। ভারতের মতো স্বাগতিক দলকে হারিয়েছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে উড়িয়ে দিয়ে সবার আগের সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওয়ানডেতে দুইবার বাংলাদেশ নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করলেও টি-২০তে কিউইদের বিপক্ষে রেকর্ড মোটেও সুবিধার নয়। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মাশরাফিরা। যদিও ইতিহাসের চোখ রাঙানিতে কখনো টি-২০ ফলাফলে খুব একটা প্রভাব ফেলে না। তবে আজ মাঠে নামার আগে ইডেন গার্ডেনের দুঃস্মৃতিও তাড়া করতে পারে বাংলাদেশকে। এখানেই পাকিস্তানের বিরুদ্ধে দিশাহারা হয়ে গিয়েছিলেন মাশরাফিরা। কিন্তু আজ নতুন করে শুরুর দিন বাংলাদেশের। বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর এ ম্যাচে আর হারানোর কিছু নেই। তাই কিছুটা চাপমুক্ত হয়েই খেলতে পারবেন ক্রিকেটাররা। টানা তিন ম্যাচে হারলেও আজ জয়ের প্রত্যয় মাশরাফির কণ্ঠে, ‘পাকিস্তানের সঙ্গে ম্যাচটি বাদ দিলে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে আমরা ভালো খেলেছি। শেষ দুই ম্যাচে আমরা যেখানে খেলেছি ওভাবে খেলতে পারলে ভালোই হবে। শেষ ম্যাচে হারার পর ম্যাচটি নিয়ে আমরা আলোচনা করেছি। এটা সামনে খুবই কাজে লাগবে। এ মুহূর্তে আমাদের হারানোর কিছু নেই, আমরা যদি এটা চিন্তা করে মাঠে নামতে পারি তাহলে আমরাও ভালো কিছু করতে পারি।’ কলকতার কন্ডিশন বাংলাদেশের চেয়ে খুব একটা আলাদা নয়। যত ভয় এখানকার উইকেট নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে পিচে সবুজ ঘাস দেখে মাশরাফি ভেবেছিলেন পেসসহায়ক হবে! কিন্তু হয়েছে সম্পূর্ণ উল্টো। তার পরও আজ আশাবাদী টাইগার ক্যাপ্টেন। আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর