শনিবার, ২৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে

খালেদ মাসুদ পাইলটের কলাম

আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে

ভারতের কাছে হারের পরই শেষ হয়ে গেছে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটির গুরুত্ব নেই বললেই চলে। বিশ্বকাপে আজকের ম্যাচটি বাংলাদেশের শেষ ম্যাচ। গুরুত্ব নেই বলেই আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে আমি কিন্তু ম্যাচটিকে আনুষ্ঠানিকতার কথা ভাবছি না। আগের ম্যাচগুলোর মতোই এটাকেও আমি সমান গুরুত্ব দিচ্ছি।

 ম্যাচটি মাশরাফিদের প্রমাণের। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন মাশরাফিরা। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে যেমন ক্রিকেট খেলেছেন মাশরাফিরা, তাতে ক্রিকেট বিশ্ব কিন্তু বাংলাদেশকে নিয়ে আলাদা করে ভাবছে। টুর্নামেন্টে বাংলাদেশ যে ভালো খেলছে, সেটা কোনো ফ্লুক নয়, এটা প্রমাণ করার ম্যাচ আজ। মাশরাফিরা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থেকে আজ লড়বে। কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেটারদের পরিচিত। সুতরাং কিছু হলেও সুবিধা পাবে। তবে ম্যাচটি কিন্তু অন্য সবগুলোর মতোই কঠিন হবে মাশরাফিদের কাছে। নিউজিল্যান্ড তিন ম্যাচ জিতে এরমধ্যেই সেমিফাইনালে জায়গা নিয়েছে। দলটি কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে বেশ সহজেই হারিয়েছে। সুতরাং দলটিকে আলাদা করে ভাবতেই হবে। তারপরও আমি মনে করি আজকের ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা রয়েছে। যদি উইকেট স্পিন হয়, তাহলে বাংলাদেশ সুবিধা পাবে একটু বেশি। আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে। একাদশে পরিবর্তন আনার পক্ষে নই। সৌম্য সরকার ওপেন করতে নেমে ভালো করছেন না। একটু সমস্যা হচ্ছে তার। সে জায়গায় মোহাম্মদ মিথুন কিন্তু ভালোই খেলছেন। সৌম্য এমন একজন ক্রিকেটার, যখন-তখন রান করতে পারেন। এছাড়া তুখোড় ফিল্ডারও। একাদশে একটিই পরিবর্তন আনা যায়। সেটা মিথুনের জায়গায়। অনেকেই নাসির হোসেনের কথা বলছেন। আমি কিন্তু সে পথে হাঁটছি না। আমি নাসিরের বিষয়টি টিম ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিলাম। কারণ, তারা অন্যদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। সুতরাং নাসিরকে খেলানো, না খেলানো নিয়ে কোনো মন্তব্য করছি না। কেননা ওরা আমার চেয়ে ভালো করে জানেন পরিবেশের কথা। একটি বিষয়ে অবশ্য কথা বলব। ধর্মশালা ছাড়া ভারতের বাকি ভেন্যুগুলোর উইকেটে কিন্তু স্পিন ধরছে। স্পিনাররা ভালো করছেন। তাসকিন আহমেদ যখন নিষিদ্ধ হলেন, তখন টিম ম্যানেজেমন্টের উচিত ছিল জুবায়ের আহমেদকে নেওয়া। খেয়াল করে দেখেন, প্রতিটি দলেই একজন লেগ স্পিনার রয়েছেন। লেগ স্পিনারকে উড়িয়ে মারা একটু কঠিন। তাই জুবায়েরকে স্কোয়াডে রাখলে ভালো হতো। টুর্ণামেন্টে পাকিস্তানকে আমার অগোছালো দল মনে হয়েছে। ওদের বোলিং ভালো হলেও ব্যাটিং ছিল ছন্দহীন। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভারত ফেবারিট। আমি বললাম, উইকেট হবে স্পিন। আইসিসি তিন মোড়লের কথা মাথায় রেখে উইকেট তৈরি করে। দলগুলোর ফিকশ্চার দেখলেই বলা যায় কোন উইকেটে খেলা হবে। এটা ঠিক নয়।

সর্বশেষ খবর