শনিবার, ২৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অবসর প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে

অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে, ৮৩ বছর বয়সেও দেশসেবায় নিযুক্ত আছি। যদিও অবসর গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশ সেবার মহাআনন্দের জোরে আমি এখনো সক্ষমভাবে চলছি। এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না।’ গতকাল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘স্বাধীনতা উৎসব ২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, রাশিয়ান চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. আনাতোলি ওয়াই ডেবিডুকো, নেপালি দূতাবাসের প্রতিনিধি সুশীল কে লাংশান, মুক্তিযোদ্ধা আবদুল আহাদ চৌধুরী, রাশিদুল আলম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম শাহিনুর রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ প্রমুখ।

উৎসবের প্রথম পর্বে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ৪৫টি দেশের জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় পর্বের আয়োজনে ছিল ‘মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কাব্য’ শীর্ষক ডকুমেন্টারি ও যুদ্ধশিশুদের নিয়ে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘চন্দ্রমুখী’র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আজকের দিনটা আমাদের জন্মদিন। দুপুর রাতে আমাদের জন্ম হয়েছে। এই দিনে অনেক কথাই মনে আসে। আমরা গণতন্ত্রের জন্য শোষণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি। আমরা চেয়েছি আমাদের জীবন যাতে নিজেদের ইচ্ছামতো গড়ে তুলতে পারি। ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে আগামীতে সমতার ভিত্তিতে তা আরও এগিয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার দিনে এ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এ সময় তিনি ভারতীয় নাগরিকদের পক্ষে বাংলাদেশিদের স্বাধীনতার শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর