শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
বিক্ষোভ অব্যাহত

প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী মিছিলে পুলিশের বাধা

সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গতকাল শাহবাগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা —বাংলাদেশ প্রতিদিন

ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে নির্লিপ্ততার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পদযাত্রা শাহবাগ জাতীয় গ্রন্থাগারের সামনে আটকে দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষে ধস্তাধস্তিতে দুই নারী পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ছাত্র ইউনিয়ন সোমবার তনুর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। ওই সময় পার হলেও হত্যারহস্য উন্মোচনে কোনো অগ্রগতি না হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন তারা। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের ফটক দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। পুলিশ প্রথমে চারুকলা ইনস্টিটিউটের সামনে ব্যারিকেড দেয়। তা ভেঙে সামনে এগিয়ে গেলে গ্রন্থাগারের সামনে আরেকটি র‌্যাডিকেড দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর সেখানে সমাবেশ করে ছাত্র ইউনিয়ন। নারী নির্যাতন, খুন-ধর্ষণ বন্ধের দাবিতে আগামীকাল বিকাল ৪টায় রাজু ভাস্কর্য থেকে প্রীতিলতা ব্রিগেড সেলের উদ্যোগে লাঠিমিছিল করা হবে। এ ছাড়া তনুর খুনিদের গ্রেফতার দাবিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যে ধর্মঘটের ডাক দিয়েছেন তাতে সমর্থন ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের নেতারা। সাক্ষ্য-প্রমাণ বিনষ্টের আশঙ্কা করা হচ্ছে : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান গতকাল সকাল থেকে কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনু হত্যার স্থান পরিদর্শন এবং সেনা কর্মকর্তা ও তনুর বাবা-মার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের জানিয়েছেন, যে স্থানে তনুকে হত্যা করা হয়েছে সে স্থানটি পুরো পরিষ্কার করা হয়েছে। এতে ঘটনার সাক্ষ্য-প্রমাণ বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুমিল্লা প্রতিনিধি জানান, সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা জজশিপ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. মিজানুর রহমান বলেন, তনু হত্যার ঘটনাস্থল পরিদর্শনের পর এ রকম ধারণা সৃষ্টি হতে পারে যে- কিছু কিছু সাক্ষ্য বা প্রমাণ টেম্পারেড করা হয়ে থাকতে পারে। যদি এমন কিছু হয়ে থাকে যা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিতে পারে বা প্রকৃত অপরাধীকে শনাক্তে বাধার সৃষ্টি করতে পারে। তাহলে যে বা যারা সাক্ষ্য-প্রমাণকে কোনো না কোনোভাবে পরিবর্তন করছে— তাদেরই বিচারের আওতায় নিয়ে আসা বাঞ্ছনীয়। ন্যায়বিচারের স্বার্থেই এ কাজটি করা উচিত। তিনি আরও বলেন, যে জায়গাটিতে নিথর দেহটি পড়েছিল- এটি জঙ্গলের মধ্যে হলেও সে জায়গাটি এমন পরিষ্কার রয়েছে, মনে হয় যেন কাউকে সদ্য কবর দেওয়া হয়েছে। এটি নানা প্রশ্ন তৈরি করেছে। যদি জায়গাটির মাটি তুলে নেওয়া হয়ে থাকে এবং নতুন মাটি দিয়ে ভরাট করা হয়ে থাকে— এর মধ্য দিয়ে অপরাধের অনেক সাক্ষ্য বিনষ্ট হয়ে যেতে পারে। এটি তদন্তের কাজকে আরও জটিল করে দিতে পারে। তিনি বলেন, তনু হত্যা একটি মর্মান্তিক ঘটনা। এর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সেনানিবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা মামলার তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। সার্কিট হাউসে মামলার বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচির খবর— ঢাকা : তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিভিন্ন মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কুমিল্লা : একই দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ তনু মঞ্চে প্রতিদিনের মতো গতকালও দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। নাঙ্গলকোট উপজেলার ময়ূরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও মৌকরা ইউনিয়ন ছাত্রলীগের যৌথ উদ্যোগে দুপুরে ওই এলাকায় মানববন্ধন করা হয়। ভালুকা (ময়মনসিংহ) : তনু হত্যার বিচার দাবিতে গতকাল সকালে ভালুকা নাট্যগোষ্ঠী উপজেলা সদরের ভালুকা-গফরগাঁও সড়কে  প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। রাঙামাটি : একই দাবিতে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ : একই দাবিতে বেলা পৌনে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আবদুল মান্নান সেন্টু মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ভারসাটাইল সোসাইটি। দিনাজপুর : তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে হাবিপ্রবির অর্ক সাংস্কৃতিক জোট আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে। বুধবার রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কলেজের সামনে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। বরিশাল : তনুসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মশাল মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সরকারি ব্রজমোহন কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ক্যাম্পাসে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ এবং শেষে মশাল মিছিল করা হয়। বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রমৈত্রী ও সংস্কৃতি পরিষদ। এ ছাড়া বরিশাল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে মানববন্ধন করে। জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলও নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে। চাঁদপুর : তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুরের রূপসা ফ্রেন্ডস ক্লাব। সকালে ফরিদগঞ্জ থানার রূপসা বাজারের রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সর্বশেষ খবর