রবিবার, ৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পুলিশি বাধায় পণ্ড ফখরুলের সভা

খালেদা জিয়ার পরোয়ানার প্রতিবাদে কাল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, সারা দেশের মহানগর ও জেলাপর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করে একটি আলোচনা সভা ডাকায় পুলিশ তা পণ্ড করে দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী। ফখরুলের সভা পণ্ড : মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হওয়ায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন। বেলা ৩টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যাওয়ায় মির্জা ফখরুলও আর সেখানে যাননি।

বিবৃতি : এদিকে গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, গোটা দেশই এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক নিয়ম-নীতিকে তোয়াক্কা করে না। সন্ত্রাস সৃষ্টির মাধ্যমেই তারা আধিপত্য বজায় রাখতে চায়। পেশিশক্তির জোরে মানুষকে জিম্মি রাখতে চায়। একই বিবৃতিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে তার বাসা থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সর্বশেষ খবর