সোমবার, ৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অস্ট্রেলিয়াকে হারিয়ে রূপকথা মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে

ব্রিটনি কুপার ২০তম ওভারের তৃতীয় বলে ইংলিশ বোলার এলিস পেরিকে মিডউইকেটে ঠেলে দিয়েই দুটি রান নিলেন। তিন বল হাতে থাকতেই বিজয়ের উদ্বাহু নৃত্যে মেতে উঠার উপলক্ষ পেয়ে গেল ক্যারিবীয় মেয়েরা। কেবল মেয়ে! ড্যারেন স্যামি তার দলবল নিয়ে হাজির ইডেন গার্ডেনের সবুজ চত্বরে। ক্যারিবীয় নৃত্যের এক ঝলক দেখে নিল ক্রিকেটবিশ্ব। প্রথমবারের মতো টি-২০ মহিলা বিশ্বকাপ ঘরে তুলল ওয়েস্ট ইন্ডিজ। প্রবল প্রতাপ অস্ট্রেলীয় মেয়েদের ৮ উইকেটে উড়িয়ে দিয়ে জানান দিলো ওরা, এবার থেকে আমরাই সেরা! টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মেয়েরা ফেবারিটের তকমা নিয়েই ইডেন গার্ডেনের ফাইনাল খেলতে নেমেছিল। কিন্তু কে জানত, নিয়তি ভিন্ন কিছু লুকিয়ে রেখেছে কলকাতার এ উইকেটে! টস জিতে ব্যাটিংয়ে নেমে অসি মেয়েরা ১৪৮ রান সংগ্রহ করে। মোটামুটি নিরাপদ সংগ্রহ। ভিলানি ও ল্যানিং করেন ৫২ রান করে। পেরি করেন ২৮। তবে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে এ লক্ষ্য অতোটা কঠিন মনে হয়নি। ম্যাথুসের ৪৫ বলে ৬৬ আর টেইলরের ৫৭ বলে করা ৫৯ রানই লক্ষ্যটাকে সহজ করে তোলে। অবশ্য বিজয়ের সাক্ষী হয়ে উইকেট থেকে মাঠ ছাড়েন ডটিন (১৮) ও কুপার (৩)। ম্যাচসেরা পুরস্কার জিতেছেন হেইলি ম্যাথুস। অবশ্য টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ক্যারিবীয় অধিনায়ক স্টেফানি টেইলর। ক্যারিবীয় মেয়েরা এর আগে দুইবার টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে (২০১০ ও ২০১২)। তবে প্রথমবার নিউজিল্যান্ড আর দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে হেরে ফাইনাল খেলা থেকে বঞ্চিত থাকতে হয়েছিল তাদের। এবার সেই অসি মেয়েদের হারিয়েই প্রথম শিরোপা ঘরে তুলল ক্যারিবীয় মেয়েরা।

সর্বশেষ খবর