বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদকের ব্যবহার বন্ধ করতে সামাজিকভাবে প্রতিরোধ ও আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ ও যুব সমাজের হতাশা কাটাতে হবে। পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে শিক্ষা ও সাংস্কৃতিক সচেতনতা জাগ্রত করতে হবে। গতকাল সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) আয়োজিত ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ডিএনসির মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানরা। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আমাদের দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। এসব কারণে শিক্ষার্থীরা মাদকের প্রতি ঝুঁকে পড়ে। হতাশা থেকেও বেশিরভাগ লোক মাদক গ্রহণ করে। তাই গান, সিনেমা ও নাটকের মাধ্যমে মাদকের কুফল তুলে ধরতে হবে। মাদকদ্রব্যের অপব্যবহারের মতো সামাজিক সমস্যাকে মোকাবিলা করতে হলে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই সামাজিক আন্দোলনের পূর্ণরূপ দিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই।

সর্বশেষ খবর