বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সরকার বেশি দিন থাকলে দেশ হবে গোরস্তান

নিজস্ব প্রতিবেদক

সরকার বেশি দিন থাকলে দেশ হবে গোরস্তান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, এ সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশ মহাশ্মশান হয়ে যাবে। তিনি বলেন, দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। মানবাধিকার নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। লুটপাটে রাজকোষ খালি হয়ে যাচ্ছে। এ অবস্থার উত্তরণে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে  সরকারকে বাধ্য করতে হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি নেতা এবিএম  মোশাররফ হোসেন, শরীফুল আলম, খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, রাজধানীর ভিতরে আপনাদের চলাচলে বিকল্প পথ বের করুন। সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসিয়ে না রেখে ঢাকার ভিতরে চলাচলের ক্ষেত্রে আপনারা হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। এটা অসম্ভব কিছু নয়। তাহলে নগরবাসী যানজটের ভয়াবহ দুর্ভোগ থেকে অনেকটা রেহাই পাবে। বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে ওসমান ফারুক বলেন, বানোয়াট মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এসব মামলার কোনো ভিত্তি নেই। প্রশাসনসহ সব সরকারি প্রতিষ্ঠান দলীয়ভাবে কুক্ষিগত করেছে। যার ফলে কোথাও আজ কোনো ইনসাফ নেই। এ অবস্থা বেশি দিন চলতে পারে না। সরকারের উদ্দেশে এমাজউদ্দীন আহমদ বলেন, ক্ষমতা কুক্ষিগত করার পরিণাম ভালো হতে পারে না। সরকার যদি অন্যকে শত্রু হিসেবে চিহ্নিত করতে থাকে, তাহলে সেটা ভুল। সমঝোতা-সহিষ্ণুতার আলো যদি গ্রহণ করতে পারেন, তাহলে খারাপ কথা বলে মুখ খারাপ করার তো দরকার নেই। 

সর্বশেষ খবর