শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ঘরে ঢুকে দুই স্ত্রীসহ সন্তানের ওপর এসিড নিক্ষেপ

স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে মুখোশধারী দুই দুর্বৃত্তের ছোড়া এসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন— মাহফুজা আক্তার সুবর্ণা, তার স্বামী সুরুজ মিয়া, মেয়ে রিমা আক্তার ও সুরুজ মিয়ার দ্বিতীয় স্ত্রী নিলুফার। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিলেও ১১ শতাংশ ঝলসে যাওয়া মাহফুজা চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে রূপনগরে এ ঘটনা ঘটে। গৃহকর্তা সুরুজ মিয়ার যোগসাজশ থাকতে পারে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মাহফুজা। পুলিশ সুরুজকে আটক করেছে। মাহফুজা বলেন, তার স্বামী তিন বিয়ে করেছেন। বিভিন্ন কারণে সুরুজের সঙ্গে তার ঝগড়া হতো। সুরুজ তাকে মারধরও করতেন। তিনিই লোক দিয়ে এসিড নিক্ষেপ করিয়েছেন। জানা গেছে, সুরুজের ছোট স্ত্রী মাহফুজা ও একমাত্র মেয়ে রিমা রূপনগরের ৪৫০/সি/এ নম্বর টিনশেড বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী নিলুফার ওই বাসার নিচ তলায় থাকেন। আর তৃতীয় স্ত্রী লিলিও একই এলাকায় থাকেন। সুরুজ পেশায় মিল্কভিটা কোম্পানির কর্মচারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, ভোরে সুরুজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি এসে সুরুজের কাছে মাহফুজা কোথায় তা জিজ্ঞাসা করে। দোতলায় রুম দেখিয়ে দিয়ে তিনি নিচে নেমে আসেন। মুখোশধারীরা রুমের ভিতর ঢুকে মাহফুজাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। মাহফুজার চিত্কারে অন্যরা ছুটে এলে তাদেরও এসিড ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) শাহিন ফকির বলেন, মাহফুজার অভিযোগের ভিত্তিতে তার স্বামী সুরুজকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই মুখোশধারীকে ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর