সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নাজিমের খুনিরা অধরা, ক্ষোভে উত্তাল জবি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম উদ্দিন খুনের পাঁচ দিন পার হলেও ঘাতকদের কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তারপরও তারা বলছে, চাঞ্চল্যকর বিবেচনায় মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খুনিরা প্রশিক্ষিত ও পেশাদার হওয়ায় তাদের শনাক্তে সময়ের প্রয়োজন। নাজিমকে কুপিয়ে ও গুলি করে দুর্বৃত্তরা কোন পথ দিয়ে পালিয়ে গিয়েছিল; ওই পথে কেউ গাড়ি   নিয়ে অপেক্ষা করছিল কিনা; দুর্বৃত্তদের ব্যবহৃত পিস্তল ও চাপাতি কোথাও ফেলে যাওয়া হয়েছে কিনা- এমন অনেক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নাজিমের ব্যবহৃত ডায়েরি, মোবাইল ও ফেসবুক পেজ যাচাই করা হচ্ছে। তবে এখনো উল্লেখ করার মতো কিছু পাওয়া যায়নি। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, নাজিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে। অনেকগুলো বিষয় সামনে রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে আমাদের জবি প্রতিনিধি জানান, নাজিম উদ্দিন সামাদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে আগামী মঙ্গলবারের মধ্যে গ্রেফতার করা না হলে বুধবার উপাচার্য ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে নাজিম হত্যার প্রতিবাদে গতকাল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে তারা ধর্মঘট পালন করেছেন। গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, নাজিম হত্যার প্রতিবাদে গতকাল সকাল ৮টায় বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ভবনের ফটকের তালা ভেঙে ফেলেন। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে তারা মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, ধর্মঘট বানচাল করতে ছাত্রলীগের অনেক নেতা-কর্মী ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। যার ফলে নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। এদিকে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কারী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, নাজিম হত্যাকারীদের গ্রেফতারে জবি প্রশাসনের কোনো তত্পরতা নেই। আগামী মঙ্গলবারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে অগ্রগতি না পেলে বুধবার উপাচার্য ভবন ঘেরাও করা হবে। কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হত্যাকারীদের গ্রেফতারে ব্যবস্থা নিতে পুলিশের ওয়ারী জোনের ডিসিকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকারীদের গ্রেফতারে সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর