শিরোনাম
সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
বরিশালে কলেজছাত্র খুন

বিক্ষোভ সড়ক অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকায় আমিনুল ইসলাম রমজান নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার জের ধরে গতকাল বেলা ১১টায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং ৬টি বসতঘর ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। রমজান সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে এবং নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। নিহতের মা লুত্ফুন্নেছা বেগম জানান, শনিবার সন্ধ্যায় রমজানকে  মোবাইল ফোনে লাকুটিয়ায় ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। তার ডাক-চিত্কারে এলাকাবাসী এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, রমজানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী রমজান হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং গাছের গুঁড়ি ফেলে বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে বিক্ষুব্ধরা ৬টি ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বিমানবন্দর থানা) আবুল কালাম আজাদ জানান, রমজান হত্যায় জড়িত সন্দেহে সাব্বির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর